in

ফ্রেঞ্চ কালচারাল কুইজ ২০১৬

আইফেল টাওয়ার: ফ্রেঞ্চ কালচারাল কুইজ - কুইজার্ডস

“International Day of the Francophonie” উপলক্ষে ১৫ মার্চ ২০১৬ তারিখে অলিয়ঁস ফ্রঁসেজের সহযোগিতায় ফ্রেঞ্চ কালচারাল কুইজ আয়োজন করতে যাচ্ছে কুইজার্ডস। কুইজের বিষয়বস্তু ফরাসি সাহিত্য ও সংস্কৃতি

কলেজ ও বিশ্ববিদ্যালয় – দুই পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আলাদাভাবে কুইজ হবে।

বিঃদ্রঃ এ কুইজের জন্য রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে গেছে। আমাদের পরবর্তী ইভেন্টগুলোর ব্যাপারে ফেসবুক পেইজ থেকে খুব সহজে আপডেট জানতে পারবেন।

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ৯ মার্চ ২০১৬ (বুধবার)।

দলের সংখ্যাঃ একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোন সংখ্যক দল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে চূড়ান্ত পর্বের জন্য শুধু একটি দল নির্বাচিত হবে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে লিখিত পরীক্ষার সেরা ৮টি দল।

প্রতিটি দলে থাকবে ৩ জন সদস্য।

রেজিস্ট্রেশন ফিঃ ৩০০ টাকা/দল। লিখিত পর্বের ভেন্যুতে রেজিস্ট্রেশন ফি সংগ্রহ করা হবে।

লিখিত পর্বের তারিখ ও ভেন্যুঃ রেজিস্টারকৃত দলগুলোকে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

চূড়ান্ত পর্বের তারিখঃ ১৫ মার্চ ২০১৬, দুপুর ২:০০ – বিকাল ৫:০০।

ভেন্যুঃ অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, ২৬ মিরপুর রোড (রোড নংঃ ৩), ধানমন্ডি, ঢাকা ১২০৫।

What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

One Comment

৪৪ তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা - কুইজার্ডস

মার্কিন প্রেসিডেন্ট কুইজ

নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন: ১৯২১ সালে ভিয়েনাতে এক লেকচারের সময় - কুইজার্ডস (Quizards)

নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী কুইজ