
রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে ১৯৭১ সালে। সে বছরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিলো। পরিকল্পিত গণহত্যা দিয়ে তারা দমিয়ে রাখতে চেয়েছিলো এ দেশের মানুষকে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় কণ্ঠে স্বাধীনতার যে ঘোষণা আসে, তা রূপ নেয় প্রতিরোধ যুদ্ধে। পাকিস্তানি সামরিক বাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর), ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনীর বাঙালি সদস্য এবং সর্বোপরি স্বাধীনতাকামী সাধারণ মানুষের প্রচেষ্টায় গড়ে ওঠা মুক্তিবাহিনী বিজয় ছিনিয়ে আনে ১৬ ডিসেম্বর। কীভাবে এলো আমাদের বিজয় দিবস – এ সম্পর্কে আজকের ইনফোগ্রাফিক থেকে সংক্ষেপে জেনে নেবো আমরা।
ইনফোগ্রাফিকটি প্রকাশ করা হচ্ছে ইউনিভার্সিটি সেলাঙ্গরের সৌজন্যে অনুষ্ঠিতব্য ‘লাল-সবুজের বিজয় দিবস‘ কুইজ উপলক্ষে।
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।