এক দিনের আন্তর্জাতিক ম্যাচে তামিমের প্রথম সেঞ্চুরি যে দেশের বিপক্ষে -
সঠিক!
ভুল!
-
২০১৩ সালে শ্রী লংকার বিরুদ্ধে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে ওডিআই সেঞ্চুরি করেছিলেন তামিম। তিনি ১৩৬ বলে _____ রানের স্কোর গড়েন।
সঠিক!
ভুল!
-
২০১৫ সালে প্রথম বারের মতো পাকিস্তানকে হোয়াটওয়াশ করার ওডিআই সিরিজে তামিম মোট _____ রান করে ম্যান অফ দি সিরিজ নির্বাচিত হয়েছিলেন।
সঠিক!
ভুল!
-
প্রথম বাংলাদেশি হিসেবে নিউ জিল্যান্ডের ঘরোয়া টি টুয়েন্টি টুর্নামেন্টে এইচআরভি কাপের (HRV Cup) কোন দলে সুযোগ পান তামিম?
সঠিক!
ভুল!
-
২০১৬ সালের ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে কোন দেশের বিপক্ষে সেঞ্চুরির মাধ্যমে তামিম প্রথম বাংলাদেশি হিসাবে সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন?
সঠিক!
ভুল!
-
যে কোন ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচে (টেস্ট ম্যাচ বাদে) তামিমের সর্বোচ্চ ইনিংস কত রানের?
সঠিক!
ভুল!
-
বাংলাদেশ ২০১৭ সালে নিজেদের ১০০ তম টেস্ট ম্যাচ উদযাপন করে শ্রী লংকার বিপক্ষে জয়ের মাধ্যমে। এতে বড় অবদান ছিলো তামিম ইকবালের। প্রথম ইনিংসে তিনি ৯১ বলে ৪৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১২৫ টি বল খেলে তাঁর সংগ্রহে আসে _____ রান। উল্লেখ্য যে, বাংলাদেশের প্রয়োজন ছিলো ১৯১ রান (শ্রী লংকা: ৩৩৮ ও ৩১৯, বাংলাদেশ: ৪৬৭ ও ১৯১)।
সঠিক!
ভুল!
-
২০১২ সালের এশিয়া কাপে তামিম একটানা _____ টি হাফ সেঞ্চুরি করে প্রথম বাংলাদেশি হিসেবে এক অনন্য রেকর্ড স্থাপন করেন।
সঠিক!
ভুল!
-
২০০৭ সালে টি২০ ফরম্যাটে অভিষেক ঘটেছিলো তামিম ইকবালের। বিপক্ষে ছিলো -
সঠিক!
ভুল!
-
_____ সালে তামিম উইজডেন ক্রিকেটার অফ দি ইয়্যার নির্বাচিত হন।
সঠিক!
ভুল!
-
তামিম ইকবাল খান কুইজ
I got %%score%% out of %%total%% right. Beat me if you can.


