in ,

দুঃসাহসিক অভিযান কুইজ

দুঃসাহসিক অভিযান ও অভিযাত্রী - কুইজার্ডস (Quizards)

তাঁরা নির্ভীক হয়ে এগিয়ে যান অজানার পথে। উদ্যম নিয়ে তাঁরা জয় করেন পায়ের-ছাপ-না-পড়া দুর্গম কোন অঞ্চল। তাঁদের দৃঢ় মানসিকতায় ফুটে ওঠে দুর্জয়কে জয় করার জন্য মানুষের চিরন্তন স্পৃহা। এ কাণ্ডারিদের আমরা চিনি অভিযাত্রী হিসাবে। দুঃসাহসিক অভিযান মিশে আছে তাঁদের রক্তে।

যুগে যুগে অকুতোভয় অভিযাত্রীরা জয় করেছেন হিমশীতল মেরু, সুউচ্চ পর্বত কিংবা সমুদ্রের অতল গহ্বর। লড়াই করেছেন প্রকৃতির ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জের সাথে। সে লড়াইয়ে জয় বা পরাজয় হোক, কিংবদন্তি হয়ে তাঁরা ঠিকই জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।

পৃথিবীর ইতিহাসের বিখ্যাত অভিযাত্রী আর তাঁদের অভিযান নিয়ে আমাদের এ কুইজ।

কুইজ - কুইজার্ডস

দুঃসাহসিক অভিযান: ৩ তথ্য

– প্রথম এভারেস্টজয়ী ব্যক্তি তেনজিং নোরগে ও এডমন্ড হিলারিকে আমরা সবাই চিনি। কিন্তু প্রথম এভারেস্টজয়ী মহিলাকে? তাঁর নাম হলো জুনকো তাবেই। ১৯৭৫ সালের ১৬ মে তিনি স্মরণীয় এ কীর্তি গড়েন।

– প্রথম মহিলা পাইলট হিসাবে আটলান্টিক মহাসাগর একা একা পাড়ি দিয়েছিলেন অ্যামেলিয়া ইয়ারহার্ট। তবে ১৯৩৭ সালে প্রশান্ত মহাসাগর পাড়ি দেবার সময় রহস্যময়ভাবে হারিয়ে যান তিনি।

– ভ্যালেন্তিনা তেরেসকোভা। মহাকাশ অভিযানে উজ্জ্বল এক নাম। ১৯৬৩ সালের ১৬ জুন ভস্টক 6 মহাকাশযান উৎক্ষেপিত হয়। এ মহাকাশযানে করে ভ্যালেন্তিনা ৪৮ বার পৃথিবী প্রদক্ষিণ করেন!

তথ্যসূত্র

Junko Tabei: Official Website.
The Official Website of Amelia Earheart.
Valentina Tereshkova: First Woman in Space.

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

দুঃসাহসিক অভিযান কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Turjya

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের ছাত্র। স্কুলে কিউসিএল গ্রানাইট টিমের হয়ে ও কলেজ জীবনে এনডিসি ব্লু ও এনডিসি গোল্ডের কুইজার ছিলাম। সবসময় নতুন নতুন জিনিস পড়তে মজা লাগে – তা সে যে বিষয়ই হোক না কেন। বই পড়ার শখটা তাই অভ্যাসে পরিণত হয়েছে। ইতিহাসের প্রতি আলাদা দুর্বলতা রয়েছে।

বাংলা কমিকস কুইজ - কুইজার্ডস

বাংলা কমিকস কুইজ

মার্টিন স্করসেসি হলিউড পরিচালক - কুইজার্ডস (Quizards)

মার্টিন স্করসেসি: বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কুইজ