আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেন - ৩টি দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেললেও বিশ্বকাপ খেলা হয়ে ওঠেনি তাঁর। ১৯৫০-এর দশকের অন্যতম সেরা এ খেলোয়াড় ছিলেন রিয়াল মাদ্রিদের টানা ৫ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নস কাপ জয়ের অন্যতম নায়ক। ‘Blonde Arrow’ নামে পরিচিত এ ফুটবলার কে?
সঠিক!
ভুল!
-
সাম্পদোরিয়া ও লাৎসিওর এ স্ট্রাইকার ১৯৯০ বিশ্বকাপে ইতালি দলে থাকলেও মাঠে নামেননি। ১৯৯৪ সালে কোচ আরিগো সাচ্চির সাথে বিবাদে বাদ পড়েন দল থেকে। এখন বিশ্বের সেরা ম্যানেজারদের একজন তিনি। ইন্টার মিলানের দায়িত্বে থাকা প্রাক্তন কোন ফুটবলারের কথা বলছি?
সঠিক!
ভুল!
-
১৯৯০-এর দশকে ঘানা ও মার্শেইর সাফল্যের কাণ্ডারি এ মিডফিল্ডার কখনো বিশ্বকাপে খেলতে পারেননি। তবে তাঁর দুই ছেলে, আন্দ্রে ও জর্ডান আইয়ু ঘানার হয়ে বিশ্বকাপ খেলেছে। ‘African Maradona’ হিসাবে খ্যাত যে খেলোয়াড়ের কথা বলা হচ্ছে -
সঠিক!
ভুল!
-
১৯৬৮ সালে ব্যালন ডিঅর জয়ী এ খেলোয়াড়কে সবাই এক নামে চেনে। নর্দার্ন আয়ারল্যান্ডের এ ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সেরাদের একজন। কে তিনি?
সঠিক!
ভুল!
-
১৯২৭-২৮ সালে এভারটনের এ স্ট্রাইকার ৬০টি গোল করেন, যা এখনো ব্রিটিশ রেকর্ড। ১৯৩০ বিশ্বকাপে ইংল্যান্ড অংশগ্রহণ না করায় তাঁর বিশ্বকাপ খেলা হয় নি। তিনি _____।
সঠিক!
ভুল!
-
১৯৯০-এর দশকে মাঠকাঁপানো এ লাইবেরিয়ান ছিলেন এসি মিলানের সেরা স্ট্রাইকার। ১৯৯৫ সালে তিনি প্রথম আফ্রিকান হিসেবে ‘FIFA Player of the Year’ ও ‘Ballon D`Or’ জয় করেন। কিং জর্জ নামে পরিচিতি পাওয়া এ ফুটবলার হলেন -
সঠিক!
ভুল!
-
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৩ বছর খেলা এ মিডফিল্ডার ওয়েলসের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছেন। কিন্তু কোন বড় টুর্নামেন্ট খেলা হয় নি তাঁর। ১৩টি প্রিমিয়ার লীগ জেতা এ খেলোয়াড় পরিচিত রায়ান গিগস নামে। তাঁর আসল নাম _____।
সঠিক!
ভুল!
-
ছবিতে কোন বিখ্যাত ফরাসি স্ট্রাইকারকে দেখা যাচ্ছে? প্রিমিয়ার লীগের সবচেয়ে বিতর্কিত খেলোয়াড়দের একজন এ ফুটবলার সিনেমাতেও অভিনয় করেছেন।
Image Credit: worldfootball.net
সঠিক!
ভুল!
-
লিভারপুলের এ বিখ্যাত ফিনিশ ডিফেন্ডারের নাম _____। বর্তমানে তিনি এফ.সি. জুরিখের ম্যানেজার।
Image Credit: salthilldevon.ie
সঠিক!
ভুল!
-
জেনিত সেন্ট পিটার্সবার্গের হয়ে ২০০৮ সালে উয়েফা কাপ জয়ের পর আর্সেনাল তাঁকে কিনে নেয় ক্লাব রেকর্ড ফি দিয়ে। রাশিয়ার হয়ে ইউরো ২০০৮ ও ২০১২ আসরে তাঁর কৃতিত্ব এনে দেয় তারকাখ্যাতি। ‘Shava’ ডাকনামের এ ফুটবলারকে আমরা _____ নামে চিনি।
সঠিক!
ভুল!
-
বিশ্বকাপ না খেলা বিখ্যাত সব ফুটবলার: খেলাধুলা কুইজ
I got %%score%% out of %%total%% right. Beat me if you can.


