in ,

ব্রিটেনের সংস্কৃতি: চার জাতির কুইজ

ব্রিটেনের সংস্কৃতি: ইউনিয়ন জ্যাক - কুইজার্ডস

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড – এক নামে এদেরকে ব্রিটেন হিসাবে চিনি আমরা। একটা সময় পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর প্রায় সব প্রান্তে বিস্তার লাভ করেছিলো। এর সুফলও ভোগ করেছে ব্রিটিশরা। দুনিয়াব্যাপী শাসনের সুবাদে ব্রিটেনের সংস্কৃতি স্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। তার সাথে যুক্ত হয়েছে বিশ্বায়নের প্রভাব। অবশ্য এ প্রভাব সবসময় ইতিবাচক নয়। নানা দেশের সংস্কৃতি এখন হাতের কাছে এসে গেছে আমাদের। বিশেষ করে মিডিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের দাপট সবচেয়ে বেশি। তাই ব্রিটেনের সংস্কৃতি তার আলাদা মর্যাদা কতটুকু ধরে রাখতে পারবে, সেটা প্রশ্নসাপেক্ষ ব্যাপার।

কুইজ - কুইজার্ডস

ব্রিটেনের সংস্কৃতি: ৩ তথ্য

– ব্রিটেনের জাতীয় পতাকা ইউনিয়ন জ্যাক নামে পরিচিত। তবে এটি এর আসল নাম নয়। ইউনিয়ন ফ্ল্যাগ নামেই একে ডাকা হতো। পরবর্তীতে মুখে মুখে নামটি বদলে যায়। তিনটি পতাকার সমন্বয়ে বর্তমান পতাকাটি তৈরি করা হয়েছে।

– ইংরেজি ভাষা ব্রিটেনের প্রধান প্রচলিত ভাষা। তবে সাংবিধানিকভাবে এটি আনুষ্ঠানিক ভাষা নয়! প্রায় তিনশর বেশি ভাষার প্রচলন রয়েছে ব্রিটেনে।

– বিশ্বখ্যাত বিগ বেন নিয়ে একটা ভুল ধারণা রয়েছে অনেকের। প্রায় সময় লন্ডনের এলিজাবেথ টাওয়ার বা ক্লক টাওয়ারের ঘড়িকে এ নামে ডাকা হয়। তবে বিগ বেন দিয়ে আসলে ঘড়িটির ঘণ্টাকে বোঝানো হয়।

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

ব্রিটেনের সংস্কৃতি: চার জাতির কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের




What do you think?

Written by Sushanto Saha

বর্তমানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, বুয়েটে (BUET)। ছোটবেলা থেকেই ভালোবাসি কুইজ করতে। ফেরদৌস বাপ্পী ভাইয়ার কুইজিং খুবই ভালো লাগে। আমি আশাবাদী মানুষ। তাই স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বৈরশাসন ও একনায়কতন্ত্র কুইজ - কুইজার্ডস

স্বৈরশাসন ও একনায়কতন্ত্র কুইজ

ফুটবল যুবদল - কুইজার্ডস

ফুটবল যুবদল: কে কোন দলের খেলোয়াড়?