in ,

হেরাক্লিস: গ্রিক মিথলজি কুইজ

হেরাক্লিস: গ্রিক মিথলজি কুইজ - কুইজার্ডস

গ্রিক মিথলজি কুইজ সিরিজের চতুর্থ পর্ব এটি। বিখ্যাত বীর হেরাক্লিস এ পর্বের থিম। আমাদের কাছে অবশ্য হারকিউলিস (রোমান) নামে তার জনপ্রিয়তা বেশি। দেবতাদের দেবতা জিউস ও আল্কমিনির সন্তান ছিলেন তিনি। তার জন্ম নিয়ে দেবী হেরা এতটাই অসন্তুষ্ট ছিলেন যে তাকে হত্যার জন্য দুইটি সাপ পাঠান। কিন্তু শক্তিশালী হেরাক্লিস সাপগুলোকে হত্যা করেন। পরবর্তীতে হেরার অভিশাপে প্রভাবিত হয়ে নিজের স্ত্রী ও সন্তানকেও মেরে ফেলেন।

কুইজ - কুইজার্ডস

অনুতপ্ত হয়ে দেবতা অ্যাপোলোর কাছে প্রায়শ্চিত্ত করতে যান হেরাক্লিস। তাকে রাজা ইউরিসথিয়াসের হয়ে ১২ বছর কাজ করার শাস্তি দেয়া হয়। শাস্তির অংশ হিসাবে দুঃসাধ্য ও প্রায় অসম্ভব ১২টি কাজ পান তিনি। গ্রিক মিথলজিতে “Twelve Labors” নামে পরিচিত এগুলো। নিমিয়ার কুখ্যাত সিংহ ও লার্নিয়ান হাইড্রাকে শিকার করার জনপ্রিয় কাহিনীগুলো এখান থেকেই এসেছে। বীরদের মধ্যে মৃত্যুর পর একমাত্র হেরাক্লিসই পরিপূর্ণ দেবতার মর্যাদা পেয়েছেন।

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

হেরাক্লিস: গ্রিক মিথলজি কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Skydiver818

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্কুল থেকেই কুইজ ভালো লাগে। ভালো লাগে কম্পিউটার প্রোগ্রামিং, গণিত, রসায়ন, দর্শন, আর্ট, মিথলজি, কোডব্রেকিং, সাইকোলজিক্যাল থ্রিলার, সাইবার গেমিং, হাম্পব্যাক তিমি, বান্দরবানের পাহাড়, কমলা রং, বই, মুভি, মিউজিক, জাপানি অ্যানিমে... আরো অনেক কিছু।

জাপানিজ ছাতা: জাপানের সংস্কৃতি - কুইজার্ডস (Quizards)

জাপানের সংস্কৃতি কুইজ

হযবরল কুইজ: দ্বিতীয় পর্ব - কুইজার্ডস

হযবরল কুইজ: দ্বিতীয় পর্ব