in

জার্মানির পতাকা: পতাকা কুইজ ৩

জার্মানির পতাকা: পতাকা কুইজ ৩ - কুইজার্ডস

‘পতাকা দেখে যায় চেনা’ সিরিজের প্রথমদ্বিতীয় কুইজে আমরা মোট ২০টি পতাকা চিহ্নিত করেছি। তৃতীয় পর্বেও থাকছে ১০টি পতাকা। দেখে নেয়া যাক আপনি কতগুলো দেশের পতাকা চিনতে পারেন!

কুইজ - কুইজার্ডস

আপনারা যারা ফুটবলের বড় ভক্ত, তাদেরকে উপরের ছবির পতাকাটির সাথে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন নেই। বিশ্বকাপ ফুটবলের কল্যাণে অন্তত চার বছরে একবার হলেও জার্মানির পতাকা আমাদের চোখে পড়ে।

ছবিটি জার্মানির বার্লিনে অবস্থিত ইতিহাসবিখ্যাত রেইখস্টাগ ভবন থেকে তোলা। ১৯৯০ সালে দুই জার্মানি একত্রিত হবার পর থেকে এটি পার্লামেন্ট ভবন হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। অবশ্য এর অনেক আগে থেকেই এটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের স্বীকৃতি পেয়েছে।

১৮৯৪ সালে রেইখস্টাগ ভবন প্রথমবারের মতো চালু হয়। পরবর্তীতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হলে আংশিকভাবে মেরামত করা হয় ভবনটি। বর্তমানে এর যে আধুনিক রূপ দেখা যায়, তা বিখ্যাত ইংরেজ স্থপতি নরম্যান ফস্টারের কীর্তি।

যেহেতু এটি পতাকা বিষয়ক কুইজ, জার্মানির পতাকা সম্পর্কে একটা তথ্য দেয়া যাক। দেশটির পতাকায় যে তিনটি রং (কালো, লাল ও সোনালি) রয়েছে, সেগুলোর জনপ্রিয় ব্যবহার ১৮৪৮ সালে জার্মান বিপ্লবের সময় প্রথমবারের মতো দেখা যায়। তবে বর্তমান পতাকাটি আনুষ্ঠানিকভাবে মর্যাদা পায় ১৯৪৯ সালে।

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

জার্মানির পতাকা: পতাকা কুইজ ৩ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Skydiver818

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্কুল থেকেই কুইজ ভালো লাগে। ভালো লাগে কম্পিউটার প্রোগ্রামিং, গণিত, রসায়ন, দর্শন, আর্ট, মিথলজি, কোডব্রেকিং, সাইকোলজিক্যাল থ্রিলার, সাইবার গেমিং, হাম্পব্যাক তিমি, বান্দরবানের পাহাড়, কমলা রং, বই, মুভি, মিউজিক, জাপানি অ্যানিমে... আরো অনেক কিছু।

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

টেনিস কুইজ: প্রথম পর্ব - কুইজার্ডস

টেনিস কুইজ: প্রথম পর্ব

গানের ইতিহাস কুইজ - কুইজার্ডস

গানের ইতিহাস: মিউজিক কুইজ