in

সাহিত্যে নোবেল: পেয়েছেন নাকি পান নি?

গুন্টার গ্রাস: সাহিত্যে নোবেল বিজয়ী - কুইজার্ডস
Image Credit: Elisa Cabot/Flickr/CC BY-SA 2.0

সাহিত্যে নোবেল পাওয়া একজন সাহিত্যিকের জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন। তবে শুধু নোবেলের মাপকাঠিতে সাহিত্যকর্ম ও সাহিত্যিকের মূল্যায়ন করা যায় না। পৃথিবীর শ্রেষ্ঠ অনেক সাহিত্যিক এ পুরস্কারটি না পেয়েও লেখালেখির জগতে নিজেদের নাম অমর করে রেখেছেন।

যেহেতু ১৯০১ সাল থেকে নোবেল সাহিত্য পুরস্কারের প্রচলন হয়, সেহেতু অষ্টাদশ শতাব্দী বা তার আগের সময়কার কবি-লেখকদের এ পুরস্কার অর্জনের প্রশ্নই আসে না। নাহলে একজন নোবেলবিজয়ী শেকসপিয়ারকেই আমরা পেতাম! তবে ঊনবিংশ শতাব্দী বা তার পরের সময়কার উল্লেখযোগ্য সাহিত্যিকদের সবাইকে যে যোগ্যতা অনুযায়ী এ সম্মাননা দেয়া হয়েছে, তা কিন্তু নয়। লিও তলস্তয় কিংবা জেমস জয়েসকে উদাহরণ হিসাবে ধরা যায়। সাহিত্যে তাঁদের বিশাল অবদান সত্ত্বেও তাঁরা নোবেল অর্জন করতে পারেন নি।

আমাদের আজকের কুইজটি খুব সহজ একটি কুইজ। দশজন সাহিত্যিকের নাম দেয়া হবে। আপনাকে শুধু বলতে হবে তাঁরা নোবেল পেয়েছেন নাকি পান নি।

সাহিত্যে নোবেল: ৪ তথ্য

– সুইডেনের সেলমা লাগেরলফ হলেন ইতিহাসের প্রথম নোবেলজয়ী নারী সাহিত্যিক। ১৯০৯ সালে এ কীর্তি গড়েন তিনি।

– এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সে সাহিত্যে নোবেল পেয়েছেন “The Jungle Book” বইয়ের জন্য বিখ্যাত রুডিয়ার্ড কিপলিং (১৯০৭)।

– প্রথম আফ্রিকান সাহিত্যিক হিসাবে নোবেল অর্জনকারী হলেন নাইজেরিয়ার ওলে সোয়িঙ্কা (১৯৮৭)।

– প্রথমবারের মতো সাহিত্যে নোবেল পেয়েও প্রত্যাখ্যান করেছিলেন রাশিয়ান সাহিত্যিক বরিস পাস্তের্নাক। ১৯৫৮ সালের পুরস্কার জিতেছিলেন তিনি।

বিস্তারিত তথ্যের জন্য যেতে পারেন এখানে

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

সাহিত্যে নোবেল: পেয়েছেন নাকি পান নি? I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জেমস বন্ড কুইজ - কুইজার্ডস

জেমস বন্ড: কুইজ ০০৭

উৎসব কুইজ - কুইজার্ডস

উৎসব দেশে দেশে: সংস্কৃতি কুইজ