in ,

থর: নর্স মিথলজি কুইজ ২

থর: নর্স মিথলজি - কুইজার্ডস
Image Credit: Thor's Fight with the Giants/1872/Mårten Eskil Winge

নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক আর আইসল্যান্ড – এই পাঁচটি স্ক্যান্ডিনেভিয়ান দেশের পৌরাণিক কাহিনীগুলোকে আমরা নর্স মিথলজি হিসেবে জানি। এ মিথলজি নিয়ে আমাদের প্রথম কুইজে আপনি হয়তো ইতোমধ্যে অংশগ্রহণ করেছেন।

এ সিরিজের দ্বিতীয় পর্বে থাকছে মূলত অ্যাসগার্ড ও ভ্যানাহাইমের বাসিন্দাদের অর্থাৎ দেবতাদের পরিচিতিমূলক দশটি প্রশ্ন।

(সরাসরি কুইজে যান)

নির্বাচিত দেবতা: থর

নর্স মিথলজির সবচেয়ে বিখ্যাত দেবতাদের মধ্যে থর একজন। তার নামের অর্থ বজ্রধ্বনি। মেঘের গর্জনের এ দেবতা বিখ্যাত হয়ে আছেন তার যোদ্ধা পরিচিতির জন্য। দৈত্যদের আক্রমণ থেকে এসির দেবতাদের রক্ষা করার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেন তিনি।

শারীরিক সামর্থ্য ও সাহসের দিক থেকে থর অন্য প্রায় সবার উপরে রয়েছেন। সাথে যুক্ত হয়েছে তার অসাধারণ হাতিয়ার এক হাতুড়ি। এর নাম মিওনির বা বজ্রপাত।

হলিউডের কল্যাণে থর ও আরেক দেবতা লোকির দ্বন্দ্বের কথা আমরা সবাই জানি। কিন্তু থরের সবচেয়ে বড় শত্রু হলো সাগরের এক সাপ। ইয়রমুনগার্ড নামের এ বিশালকায় ড্রাগন মিডগার্ড বা মানবসভ্যতাকে পেঁচিয়ে রয়েছে। মিথলজি অনুযায়ী থর ও ইয়রমুনগার্ডের মধ্যে দুইবার বড় যুদ্ধ হয়। দ্বিতীয় যুদ্ধে তারা একে অন্যকে হত্যা করেন। এর মধ্য দিয়ে ধ্বংস হয়ে যায় মহাবিশ্ব।

উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, সেটি সুইডিশ চিত্রশিল্পী মর্তান এস্কিল বিঙের (১৮২৫ – ১৮৯৬) “Tors strid med jättarna” (Thor’s Fight with the Giants) নামক ছবির একাংশ। বর্তমানে ছবিটি সুইডেনের জাতীয় গ্যালারিতে সংরক্ষিত। সম্পূর্ণ ছবিটি দেখতে পারেন গুগল কালচারাল ইনস্টিটিউটে

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

থর: নর্স মিথলজি কুইজ ২ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Skydiver818

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্কুল থেকেই কুইজ ভালো লাগে। ভালো লাগে কম্পিউটার প্রোগ্রামিং, গণিত, রসায়ন, দর্শন, আর্ট, মিথলজি, কোডব্রেকিং, সাইকোলজিক্যাল থ্রিলার, সাইবার গেমিং, হাম্পব্যাক তিমি, বান্দরবানের পাহাড়, কমলা রং, বই, মুভি, মিউজিক, জাপানি অ্যানিমে... আরো অনেক কিছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একুশে ফেব্রুয়ারি কোলাজ - কুইজার্ডস

একুশে ফেব্রুয়ারি কুইজ

বিশ্ব সংস্কৃতি কুইজ: অ্যাঙ্কর ওয়াট - কুইজার্ডস

অ্যাঙ্কর ওয়াট: বিশ্ব সংস্কৃতি কুইজ ২