in ,

টেনিস কুইজ: প্রথম পর্ব

টেনিস কুইজ: প্রথম পর্ব - কুইজার্ডস

আমরা সবাই টেনিস দেখতে পছন্দ করি। কথাটায় একটু ভুল রয়েছে আসলে। খেলাপ্রিয় সব মানুষের কাছে পছন্দের না হলেও অনেকের প্রিয় খেলার তালিকায় রয়েছে এটি।

অন্য সব খেলার মতো এ খেলাতেও আমাদের পছন্দের খেলোয়াড় নিয়ে বিতর্কের শেষ নেই। কে বেশি ভালো – ফেদেরার নাকি নাদাল? ম্যাকেনরো নাকি লেন্ডল? বিতর্ক থেকে গেলেও জমজমাট একটা ম্যাচের মতো আকর্ষণীয় আর উপভোগ্য ব্যাপার খুব কমই আছে টেনিসপ্রেমীদের কাছে।

কুইজ - কুইজার্ডস

টেনিসের উৎপত্তিস্থল হিসেবে গণ্য করা হয় ফ্রান্সকে। তবে ১৮৬০ সালের দিকে ব্রিটেনে শুরু হয় এর আধুনিক যাত্রা। ১৮৭৭ সালে চালু হওয়া উইম্বলডন হলো এ খেলার সবচেয়ে পুরানো টুর্নামেন্ট। প্রথম দিককার সকল খেলোয়াড়ই ছিলেন অ্যামেচার। পরবর্তীতে ১৯৬৮ সালে ওপেন যুগের সূচনা হলে প্রফেশনাল খেলার চালু হয়।

মজার ব্যাপার হলো, ফ্রান্সের “The Tennis Court Oath” বা টেনিস কোর্ট শপথ নামের ঘটনার সাথে খেলাটির কোন যোগসূত্র নেই। ফরাসি বিপ্লব নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করেন, তাদের জন্য অবশ্য তথ্যটা নতুন নয়!

টেনিস কুইজ: স্কোরের ছবি কৃতজ্ঞতা

রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ: Yaan Caradec/Flickr
রজার ফেদেরার: Mike McCune/Flickr

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

টেনিস কুইজ: প্রথম পর্ব I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Shafqat Amin Inan

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলে পড়ছি। ভবিষ্যতে পরমাণু বিজ্ঞানী হতে চাই। ২০১৩ – ১৪ তে কুইজ করেছি নটরডেম গ্রীন এবং নটরডেম গোল্ডের হয়ে। স্কুল পর্যায়ে কুইজ করেছি সেন্ট জোসেফ ওমেগা টিমের হয়ে।

One Comment

ক্র্যাক প্লাটুন কুইজ - কুইজার্ডস

ক্র্যাক প্লাটুন: মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ

জার্মানির পতাকা: পতাকা কুইজ ৩ - কুইজার্ডস

জার্মানির পতাকা: পতাকা কুইজ ৩