in ,

জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থা: কার কাজ কী নিয়ে?

জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থা - কুইজার্ডস

সারা বিশ্বের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ১৯৪৫ সালে গঠিত হয়েছিলো জাতিসংঘ (United Nations)। ৫১টি দেশ নিয়ে যাত্রা শুরু করা এ বৈশ্বিক সংস্থাতে এখন পর্যন্ত প্রায় সব স্বাধীন দেশ সদস্য হিসাবে যোগ দিয়েছে। তবে একক কোন প্রতিষ্ঠান হিসাবে কাজ করে না এটি। জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থা আলাদাভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে।

জাতিসংঘ তার প্রাথমিক লক্ষ্যপূরণে কতটুকু সফল হয়েছে, তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ভিয়েতনাম-ইরাক-আফগানিস্তান যুদ্ধের সময় সংস্থাটির নীরবতা ক্ষমতাধর পশ্চিমা দেশগুলোর আধিপত্যকেই প্রমাণ করে। তাছাড়া আরব-ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বারবার। অন্যদিকে সংস্থাটি তৃতীয় বিশ্বের দেশগুলোর উন্নয়নে এখনো কোন অভূতপূর্ব ভূমিকা রাখতে পারেনি। তবে আন্তর্জাতিক এ সংস্থার কার্যকারিতা নিয়ে মধ্যরাতের টকশো পরিচালনা করা এ পোস্টের উদ্দেশ্য নয়।

জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থা নিয়ে আজকের কুইজ। দশটি সংস্থার সংক্ষিপ্ত নাম দেয়া থাকবে। আপনাকে শুধু তাদের কাজের ক্ষেত্র চিহ্নিত করতে হবে।

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থা: কার কাজ কী নিয়ে? I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

উৎসব কুইজ - কুইজার্ডস

উৎসব দেশে দেশে: সংস্কৃতি কুইজ

Cultivating Curiosity - কুইজার্ডস (Quizards)

ইউরোপিয়ান ক্লাব ফুটবল: কোন লীগের ফুটবল ক্লাব?