in

ডেব্যু অ্যালবাম কুইজ

ডেব্যু অ্যালবাম কুইজ - কুইজার্ডস

প্রত্যেক সঙ্গীতশিল্পী ও ব্যান্ডকে পথচলা শুরু করতে হয় একটা নির্দিষ্ট অবস্থান থেকে। সাধারণত অ্যালবাম প্রকাশের মাধ্যমে বড় পরিসরে নিজেদেরকে পরিচিত করার সুযোগ পান তাঁরা। প্রথম অ্যালবামকে আমরা ডেব্যু অ্যালবাম (Debut Album) নামে অভিহিত করি। কারো কারো ক্ষেত্রে ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন থাকে। ফলে প্রথম অ্যালবাম দিয়েই তাঁরা বিশ্বজয়ে সক্ষম হয়। কিন্তু কারো কারো ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় অ্যালবাম পর্যন্ত অপেক্ষা করতে হয় সাফল্যের মুখ দেখবার জন্য। তবে তাতে হাল ছেড়ে দেবার পাত্র তাঁরা নন। বড় কিছু করতে গেলে বাধা আসবেই – এ আর এমন বিচিত্র কী!

কুইজ - কুইজার্ডস

আমাদের বর্তমান কুইজটি সাজানো হয়েছে এমনই কিছু ডেব্যু অ্যালবাম ও সেগুলোর স্রষ্টাদের নিয়ে। বিখ্যাত কয়েকটি ব্যান্ডের প্রথম অ্যালবামের নাম বলে দিয়েছি আমরা। আপনাদের বলতে হবে অ্যালবামটি কোন ব্যান্ডের।

এবার তবে দেখে নিন প্রিয় ব্যান্ডটির শুরু কোথায় সেটা আপনি জানেন কি না!

৫ বিখ্যাত ডেব্যু অ্যালবাম

জোয়ান বায়েজ: Joan Baez (১৯৬০)
বব ডিলান: Bob Dylan (১৯৬২)
“Guns N’ Roses” ব্যান্ড : Appetite for Destruction (১৯৮৭)
“Oasis” ব্যান্ড: Definitely Maybe (১৯৯৪)
এমিনেম: The Slim Shady LP (১৯৯৯)

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

ডেব্যু অ্যালবাম কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Marzuka Tartil Esha

পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কুইজিংয়ের শুরু ওয়াই ডব্লিউ সি এ হায়ার সেকেন্ডারিতে। গান, গল্পের বই আর অ্যানিমে ছাড়া আমার জীবনে খুব বেশি কিছু নেই। আর জীবনের লক্ষ্য একটাই — শিক্ষকতা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্পেনের সংস্কৃতি কুইজ - কুইজার্ডস

স্পেনের সংস্কৃতি কুইজ

খ্যাতিমান ব্যক্তিত্ব কুইজ - কুইজার্ডস

খ্যাতিমান ব্যক্তিত্ব কুইজ: প্রথম পর্ব