in

ঐশ্বর্যের জন্য কুইজ

ঐশ্বর্যের জন্য কুইজ - কুইজার্ডস

ঐশ্বর্য সংযুক্তা রায় প্রমা, সেইন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল থেকে এসএসসি এবং হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করে, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “আন্তর্জাতিক সম্পর্ক” বিভাগে পড়াশোনা করছে। অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী এ ছাত্রী আজ নন-হজকিনস লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত।

চিকিৎসার বিশাল অংকের টাকা ওর বাবার জন্য সংগ্রহ করা অসম্ভব। আমাদের সবার একতাই পারে ঐশ্বর্যকে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসতে। সে লক্ষ্য নিয়েই কুইজার্ডস একটি উন্মুক্ত কুইজের আয়োজন করতে যাচ্ছে।

আপডেটঃ ইতোমধ্যে চিকিৎসার তহবিল সংগ্রহ করা সম্ভব হবার কারণে কুইজটা বাতিল করা হয়েছে। আমাদের সবার পক্ষ থেকে ঐশ্বর্যের জন্য শুভ কামনা থাকলো!

কুইজ থেকে প্রাপ্ত অর্থ সরাসরি চলে যাবে ঐশ্বর্যকে সাহায্যের উদ্দেশ্যে। পুরো তহবিলের হিসাব সবার জন্য প্রকাশ করবো আমরা।

কুইজিংয়ের মধ্য দিয়ে আমরা কিছু সময় কাটাবো আর একজন মেধাবী শিক্ষার্থীকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আনার জন্য ক্ষুদ্র পদক্ষেপ নেবো।

ঐশ্বর্যের জন্য কুইজ: প্রয়োজনীয় তথ্য

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ কুইজের দিন পর্যন্ত। ভেন্যুতেও রেজিস্ট্রেশন করাতে পারবেন।

দলের ধরনঃ কুইজ সবার জন্য উন্মুক্ত। প্রতি দলে সর্বোচ্চ ৫ জন সদস্য থাকতে পারবে।

রেজিস্ট্রেশন ফিঃ ৫০০ টাকা/দল। ভেন্যুতে রেজিস্ট্রেশন ফি সংগ্রহ করা হবে।

কুইজের তারিখঃ ১০ মার্চ ২০১৭, শুক্রবার (সময় ফোন করে জানিয়ে দেয়া হবে)।

কুইজের ধরনঃ মেগা কুইজ।

ভেন্যুঃ ঢাকা মেডিকেল কলেজ লেকচার গ্যালারী ১।

What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

ইউজিন সারনান - কুইজার্ডস

ইউজিন সারনান: হয় বাজিমাত, নয় কুপোকাত কুইজ ১

ফ্রাঙ্কোফোনি কুইজ ২০১৭ - কুইজার্ডস

ফ্রাঙ্কোফোনি কুইজ ২০১৭