অলিভার কুইন কোন সুপারহিরোর আসল নাম?
সঠিক!
ভুল!
-
টক শো উপস্থাপক ব্যারি গ্রে ও স্টিভ অ্যালেনের নামের মিলে 'ব্যারি আলেন' নাম রাখা হয় তার। তবে এ চরিত্রে ব্যারি অ্যালেনকে একা দেখা যায়নি। জে গেরিক হিসাবে তাকে প্রথম আবির্ভূত হতে দেখা যায়। তীব্র গতির অধিকারী চরিত্রটির নাম -
সঠিক!
ভুল!
-
বিখ্যাত এ কমিক সুপারহিরোর স্রষ্টা হলেন জেরি সিগেল ও জো শাস্টার। ১৯৩৩ সালে চরিত্রটি সৃষ্টি করার পর তাঁরা ১৯৩৮ সালে ডিটেক্টিভ কমিকসের (Detective Comics) কাছে এর স্বত্ব বিক্রি করে দেন। কী নামে আমরা তাকে চিনি?
সঠিক!
ভুল!
-
নয় ইন্দ্রিয়ের অধিকারী ও বিভিন্ন রূপ ধারণ করতে সক্ষম জন জোনস জাস্টিস লীগের প্রথম সাত প্রতিষ্ঠাতা সদস্যের একজন। পৃথিবীর বাইরে থেকে আসা এ সুপারহিরোর প্রথম আবির্ভাব ঘটে ১৯৫৫ সালে। তার নাম কী?
সঠিক!
ভুল!
-
মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ মেটাহিউম্যান অ্যাফেয়ার্সের এজেন্ট হিসেবে কর্মরত এ নায়িকা থেমিসকিরা থেকে আসে। মানুষের সাথে অ্যামাজনদের সম্পর্ক রক্ষাকারী চরিত্রের নাম -
সঠিক!
ভুল!
-
২০১১ সালে ‘The New 52’ কমিকসে জাস্টিস লীগের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচিত করানো হয় এ সুপারহিরোকে। বিখ্যাত ‘Teen Titans’ দলের সদস্য ভিক্টর স্টোন নামের এ চরিত্র সম্পূর্ণ মানুষ নয়। কার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-
১৩ বছর বয়সী বিল ব্যাটসন ‘Seven Deadly Enemies of Man’ এর সাথে পরিচিত হয় একজন জাদুকরের মাধ্যমে। প্রথমে তার সুপারহিরো নাম ছিলো ক্যাপ্টেন মার্ভেল। কিন্তু মার্ভেল কমিকসের একই নামের আরেকটি চরিত্রের কারণে সমস্যার সৃষ্টি হলে নামটি পরিবর্তন করা হয়। সুপারম্যানের কমিক বই বিক্রির হিসাবে চ্যালেঞ্জ করা একমাত্র সুপারহিরো হিসাবে বিবেচিত এ চরিত্র হলো _____।
সঠিক!
ভুল!
-
_____ পানির নিচে হারিয়ে যাওয়া পৌরাণিক শহর অ্যাটলান্টিসের রাজা।
সঠিক!
ভুল!
-
১৯৪০ সালে অ্যালান স্কট নামে _____ চরিত্রের আবির্ভাব ঘটে। জাস্টিস লীগের প্রতিষ্ঠাতা সদস্য এ সুপারহিরো হাল জর্ডান নামে বিখ্যাত। তার দায়িত্ব হলো জাদুর আংটির সাহায্যে নিউইয়র্ক শহরকে অপরাধীদের হাত থেকে বাঁচানো।
সঠিক!
ভুল!
-
‘Caped Crusader’ নামে খ্যাত সুপারহিরো _____ চরিত্রের স্রষ্টা বব কেন ও বিল ফিঙ্গার।
সঠিক!
ভুল!
-
জাস্টিস লীগ (Justice League) কুইজ
I got %%score%% out of %%total%% right. Beat me if you can.
