in ,

ডাকসু কুইজ

শত বছর পেরোনো ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার পর থেকেই প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। কিন্তু একশো বছরের বেশি সময়ের মধ্যে, মাত্র চল্লিশ বছরের মত ডাকসু কার্যকর থাকতে পেরেছে। তাই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্বও ছিল না বহু বছর।

ডাকসু কুইজ থেকে জেনে নিন ডাকসুর ইতিহাস।

  • Question of

    ২০১৯ সালের ডাকসু নির্বাচনের আগে কত বছর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় নি?

    • ২৮ বছর
    • ২০ বছর
    • ২৬ বছর
  • Question of

    শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নাম কী ছিল?

    • ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ
    • ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ
    • ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ
  • Question of

    ২০২৫ সালে ডাকসু নির্বাচনের আগে নতুন পদ যোগ করার কারণে কতটি পদে নির্বাচন হয়?

    • ২৮
    • ২২
    • ২৬
  • Question of

    বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ডাকসু নির্বাচনে প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন কে?

    • মাহবুব জামান
    • গোলাম আযম
    • মুজাহিদুল ইসলাম সেলিম
  • Question of

    মুক্তিযুদ্ধের প্রাক্কালে ডাকসুর সহ-সভাপতি ছিলেন কে?

    • আ. স. ম আব্দুর রব
    • তোফায়েল আহমেদ
    • আব্দুল কুদ্দুস মাখন
  • Question of

    ২০১২ সালে কোন সংগঠনটি ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলে?

    • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ
    • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ মঞ্চ
    • ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ
  • Question of

    ডাকসুর সংবিধান অনুযায়ী কত বছর পরপর ডাকসু নির্বাচন হওয়ার কথা?

    • প্রতি বছর
    • দুই বছর পরপর
    • পাঁচ বছর পরপর
  • Question of

    ডাকসুতে পর পর দুই মেয়াদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে?

    • মাহমুদুর রহমান মান্না
    • আখতারুজ্জামান
    • মমতাজউদ্দিন আহমেদ
  • Question of

    ডাকসুর প্রথম নারী ভিপি কে ছিলেন?

    • বেগম জাহানারা আখতার
    • মাহফুজা খানম
    • নূরজাহান বেগম
  • Question of

    ১৯৯০ সালে এরশাদ পতন আন্দোলনে ভূমিকা রাখা ডাকসুর সাধারণ সম্পাদক কে ছিলেন?

    • খায়রুল কবির খোকন
    • আমানউল্লাহ আমান
    • নাজিমুদ্দিন আহমেদ

Written by Rodaba Jaman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শেখ মুজিবুর রহমান কুইজ