in

গ্রিক দেবতা ও দেবী: মিথলজি কুইজ

Cultivating Curiosity - কুইজার্ডস (Quizards)

গ্রিক মিথলজির সাথে আমরা সবাই পরিচিত। এ পুরাণে রয়েছে অসংখ্য দেবদেবী ও বীরযোদ্ধার কাহিনী, যেগুলোর কোন বাস্তব ভিত্তি নেই। তবু প্রাচীন গ্রিসের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে বোঝার জন্য কাহিনীগুলো বেশ সহায়ক।

আমাদের আজকের কুইজের বিষয়বস্তু গ্রিক মিথলজির দেবদেবীরা। বিভিন্ন ধরনের দেবদেবীকে চিহ্নিত করতে হবে এ কুইজে। জিউসের বহুল পরিচিতির কারণে তাঁর উপর কোন প্রশ্ন রাখা হয় নি। তবে অলিম্পাস পর্বতের অন্যান্য দেবদেবী ঠিকই জায়গা করে নিয়েছেন। যারা অলিম্পাস পর্বতের বাসিন্দা নন, তারাও থাকছেন সাথে।

গ্রিক দেবতা ও দেবী: জিউসের টুকিটাকি

– জিউস শুধু দেবতাদের রাজা নন। গ্রিক মিথলজিতে আকাশের দায়িত্বও রয়েছে তার কাছে। বজ্রপাতকে প্রায় সময় তিনি অস্ত্র হিসাবে ব্যবহার করে থাকেন।

– অলিম্পাস পর্বতের সিংহাসন থেকে দেবতা ও মানুষকে শাসন করেন জিউস।

– মূলত বাবা ক্রোনাসের বিরুদ্ধে যুদ্ধ করে জিউস নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তার বাবাকে অবশ্য আদর্শ বাবা বলা যাবে না। নিজের অন্য সন্তানদেরকে খেয়ে ফেলেছিলেন ক্রোনাস। ক্ষমতা ধরে রাখাই ছিলো এমন অকাজের উদ্দেশ্য। তবে শেষ রক্ষা হয় নি। জিউসের মা রেয়া তার জন্মের পর এক টুকরো পাথরকে কাপড় দিয়ে পেঁচিয়ে স্বামীর হাতে তুলে দেন। যথারীতি সেটা পেটে চালান করে দেন টাইটান দেবতা ক্রোনাস। ফলে বেঁচে যান দেবতাদের ভবিষ্যৎ রাজা। পরবর্তীতে বাবার পেট থেকে নিজের ভাইবোনকে উদ্ধার করেন তিনি।

– শাসক হিসাবে তার সুনাম থাকলেও স্বামী ও প্রেমিক হিসাবে বিশ্বস্ত ছিলেন না জিউস। তাই তার বংশধরেরাও বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলো। এদের মধ্যে দুই বিখ্যাত বীর হলেন হেরাকলস ও পার্সিয়াস। এদের কারো জন্ম জিউসের স্ত্রী হেরার গর্ভে হয় নি।

বিস্তারিত জানতে চান? যেতে পারেন এখানে

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

গ্রিক দেবতা ও দেবী: মিথলজি কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

দি স্কুল অব অ্যাথেন্স: বিখ্যাত ছবি - কুইজার্ডস

বিখ্যাত ছবি কুইজ: প্রথম পর্ব

মেসি: ফুটবলের মহাতারকা কুইজ