ক্রিকেট বিশ্বকাপ কুইজ ২০২৩

একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ উপলক্ষ্যে কুইজার্ডস ও ব্রেইনিয়াকসের আয়োজন বিশ্বকাপ কুইজে স্বাগতম।

নিজের নাম, ইমেইল এবং বিকাশ নম্বর লেখার পর বিশটি প্রশ্নের উত্তর দিতে হবে দ্রুততম সময়ে। দুই মিনিট পর কুইজটি বন্ধ হয়ে যাবে। তাই সময়ের প্রতি খেয়াল রাখুন। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুইবার করে খেলতে পারবেন।

1. 
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কে?

2. 
বিশ্বকাপে সবচেয়ে বেশিবার শুন্য রানে আউট হবার রেকর্ড কার?

3. 
একমাত্র দেশ হিসেবে ৫০ ওভার এবং ৬০ ওভার দুই ফরম্যাটেই বিশ্বকাপ জেতার কৃতিত্ব রয়েছে কাদের?

4. 
চারবার বিশ্বকাপ ফাইনাল খেলা দুইজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের একজন গ্লেন ম্যাকগ্রা। অপর জন কে?

5. 
ওয়ানডে বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে এক ওভারের প্রতিটি বলে ছয় মেরেছেন কে?

6. 
পরপর দুই বিশ্বকাপ আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হবার বিরল কৃতিত্ব আছে একমাত্র একজন বিশ্বকাপজয়ী বোলারের। কে তিনি?

7. 
এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ ক্যাচ নেবার রেকর্ড কোন আউটফিল্ড খেলোয়াড়ের?

8. 
বিশ্বকাপের এক ম্যাচে সর্বনিম্ন দলীয় স্কোর কোন দলের?

9. 
বিশ্বকাপ ইতিহাসের প্রথম সেঞ্চুরি করেন কে?

10. 
বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক উইকেট শিকারের রেকর্ড কোন বোলারের?

11. 
ডাই-ইউরেটিক নেবার অভিযোগে ২০০৩ বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয় কোন কিংবদন্তী বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে?

12. 
২০২৩ বিশ্বকাপের অধিনায়কদের মধ্যে মাত্র একজনই ২০১১ সালেই নিজ দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। কে তিনি?

13. 
১৯৯২ বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা হয়েছিলেন কে?

14. 
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?

15. 
১৯৯৫ সালে কোন দেশের ক্রিকেট বোর্ডের আর্থিক সহায়তায় ডেভ হোয়াট্মোর কে কোচ হিসেবে নিয়োগ দেয় শ্রীলংকায়?

16. 
২০০৩ বিশ্বকাপে ভারত রাহুল দ্রাবিড়কে উইকেটকিপার হিসাবে খেলানোর সিদ্ধান্ত নিলে দল থেকে বাদ পড়েন কোন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান?

17. 
২০০৭ বিশ্বকাপে কাদের বিপক্ষে পরপর ৪ বলে ৪ উইকেট নেন লাসিথ মালিঙ্গা?

18. 
এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রান দেবার রেকর্ড কোন বোলারের?

19. 
বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ডটি কোন ব্যাটারের দখলে?

20. 
১৯৮৭ বিশ্বকাপে ৩৮ বছর বয়সে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ১০৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির দেখা পান কোন কিংবদন্তী?

Written by Shafqat Amin Inan

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলে পড়ছি। ভবিষ্যতে পরমাণু বিজ্ঞানী হতে চাই। ২০১৩ – ১৪ তে কুইজ করেছি নটরডেম গ্রীন এবং নটরডেম গোল্ডের হয়ে। স্কুল পর্যায়ে কুইজ করেছি সেন্ট জোসেফ ওমেগা টিমের হয়ে।

ইএমকে টিভি সিরিজ ট্রিভিয়া কুইজ