জাতিসংঘ
সারা বিশ্বের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ১৯৪৫ সালে গঠিত হয়েছিলো জাতিসংঘ (United Nations)। ৫১টি দেশ নিয়ে যাত্রা শুরু করা এ বৈশ্বিক সংস্থাতে এখন পর্যন্ত প্রায় সব স্বাধীন দেশ সদস্য হিসাবে যোগ দিয়েছে।
আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে আংশিক ভূমিকা রাখলেও মূল লক্ষ্য পূরণে জাতিসংঘের সফলতা প্রশ্নবিদ্ধ থেকে যায়। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের (মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স) ক্ষমতা জন্ম দিয়েছে বিতর্কের। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংঘাত নিরসনেও সংস্থাটি প্রত্যাশিত প্রভাব রাখতে পারেনি। অন্যদিকে উন্নয়নের ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলোতে উল্লেখযোগ্য কোন পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। বরং আর্থিক অনুদানের প্রক্রিয়া ও কার্যকারিতা কড়া সমালোচনার মুখে পড়েছে বারবার।
জাতিসংঘ সম্পর্কিত কুইজার্ডসের পোস্টগুলো পাবেন এখানে।