তাঁর জন্মনাম ক্রিস্টোফার জোনাথন জেমস নোলান। কিন্তু আমরা সবাই তাঁকে ক্রিস্টোফার নোলান নামেই চিনি। ব্রিটিশ-আমেরিকান এ পরিচালক প্রযোজনা ও চিত্রনাট্যের সাথেও জড়িত। তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে একবিংশ শতাব্দীর অন্যতম সফল ও প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা হিসাবে নিজেকে তুলে ধরেছেন তিনি।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন নোলান। সেখানকার ফিল্ম সোসাইটিতে কাজ করার সময়েই নির্মাণ করেন নিজের প্রথম চলচ্চিত্র। মাত্র ৬০০০ পাউন্ড বাজেটের এ ছবি মুক্তি পেয়েছিলো ১৯৯৮ সালে। কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কাড়ে এ থ্রিলারটি। ফলে তাঁর দ্বিতীয় ছবি “Memento”-র অর্থায়নে কোন সমস্যায় পড়তে হয় নি তাঁকে। অবশ্য নোলানের ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে ২০০৫ সালে। ব্যাটম্যান ফ্রেঞ্চাইজকে তিনি দর্শকদের সামনে নতুন রূপে নিয়ে আসেন। এরপর থেকে দর্শক-সমালোচকদের কাছে নোলানের ছবি মানেই ব্যতিক্রমী কিছু দেখার প্রত্যাশা।
খ্যাতনামা এ পরিচালককে নিয়ে আজকের কুইজ।