উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, সংক্ষেপে ইউরো, ১৯৬০ সাল থেকে চলে আসা এক প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট যেখানে চার বছরের জন্য নির্ধারিত হয় ইউরোপের সেরা ফুটবল কোনটি। অনেকে দাবি করে থাকেন বিশ্বকাপের চেয়েও নাকি ইউরো জেতা কঠিন। মজার ব্যাপার হচ্ছে বিশ্বকাপজয়ী একটি ইউরোপীয় দেশ এখনও ইউরো জিততে পারেনি, তাই দাবিটিকে একদম নাকচও করা যায় না।
ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে এই কুইজে ঝালিয়ে নিন আপনার ফুটবল জ্ঞান।
-
Question of
১৯৬০ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের আয়োজক ছিল কোন দেশ?
-
ফ্র্যান্স
-
সুইজারল্যান্ড
-
সোভিয়েত ইউনিয়ন
-
-
Question of
কোন দেশটি প্রথমবারের মত পর পর দুইটি ইউরো জেতার গৌরব অর্জন করেছে?
-
স্পেন
-
যুগোস্লভিয়া
-
জার্মানি
-
-
Question of
ইউরো বিজয়ী কোন দেশটির এখন আর অস্তিত্ব নেই?
-
চেকোস্লোভাকিয়া
-
যুগোস্লভিয়া
-
পূর্ব জার্মানি
-
-
Question of
টাইব্রেকারের নিয়ম না থাকায় ১৯৬৮ সালের ইউরোর সেমিফাইনালে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে কোন কারণে সোভিয়েত ইউনিয়নকে টপকে ফাইনালে যায় ইতালি?
-
টসে জেতায়
-
ম্যাচের প্রথম গোল করায়
-
কম ফাউল করায়
-
-
Question of
ইউরোর ইতিহাসে একমাত্র সিলভার গোলটি কে করেছেন?
-
ট্রায়ানোস ডেলাস
-
ওয়াশিংটন নরউড
-
এঞ্জেলস বাসিনাস
-
-
Question of
যুদ্ধের কারণে যুগোস্লভিয়া ১৯৯২ ইউরোতে অংশ নিতে না পারায় তাদের বদলে সুযোগ পায় ডেনমার্ক, সেই ইউরোতে দলটির অবস্থান কী ছিল?
-
চ্যাম্পিয়ন
-
রানার্স-আপ
-
তৃতীয় স্থান
-
-
Question of
ইউরোপের কোন বিশ্বকাপজয়ী দল ২০২০ পর্যন্ত ইউরো জিততে পারেনি?
-
ইংল্যান্ড
-
ফ্র্যান্স
-
জার্মানি
-
-
Question of
২০১৬ সালের ইউরোর ফাইনালে পর্তুগালের পক্ষে একমাত্র গোলটি কে করেন?
-
এডার
-
ন্যানি
-
ক্রিস্টিয়ানো রোনালদো
-
-
Question of
ইউরো ২০০০ আসরের ফাইনালে গোল্ডেন গোলটি করেন কোন খেলোয়াড়?
-
ডেভিড ত্রেজেগে
-
জিনেদিন জিদান
-
থিয়েরি অঁরি
-
-
Question of
কোন দলকে হারিয়ে ২০০৪ সালের আসরে প্রায় অপ্রত্যাশিতভাবে চ্যাম্পিয়ন হয় গ্রিস?
-
পর্তুগাল
-
স্পেন
-
জার্মানি
-