in , ,

কাতার বিশ্বকাপ কুইজ

স্মরণকালের বিশ্বকাপগুলোর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ছিল কাতার বিশ্বকাপ। বিশ্বকাপে একদিকে নতুন রেকর্ড গড়া হয়েছে, অন্যদিকে ভেঙেছে অনেক রেকর্ডও। এগুলো নিয়েই আমাদের কাতার বিশ্বকাপ কুইজ।

  • Question of

    ২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে শিপিং কনটেইনার দিয়ে যে অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হয়েছিল সেটির নাম কী?

    • স্টেডিয়াম ৯৭৪
    • আল জানুব স্টেডিয়াম
    • এডুকেশন সিটি স্টেডিয়াম
  • Question of

    কাতার বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করে এক নজির গড়েন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। কিন্তু বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করার প্রথম কৃতিত্ব কোন খেলোয়াড়ের?

    • জিওফ হার্স্ট
    • গার্ড মুলার
    • পেলে
  • Question of

    কাতার বিশ্বকাপের ফাইনালে যেই বলটি ব্যবহার করা হয় তাঁর নাম কী?

    • আল হিলম
    • আল রিহলা
    • আল হিলা
  • Question of

    আয়োজক দেশ হিসেবে প্রথম পর্ব থেকেই বাদ পড়ে কাতার। কোন দেশ প্রথম আয়োজক দেশ হিসেবে এর আগে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নেয়?

    • দক্ষিণ আফ্রিকা
    • জাপান
    • মেক্সিকো
  • Question of

    ২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল স্কোর করা হয়। এই আসরে সর্বমোট কতটি গোল হয়েছে?

    • ১৭২
    • ১৫২
    • ১৯২
  • Question of

    গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে লিওনেল মেসি বিশ্বকাপে মোট কতটি গোলে অবদান রেখেছেন?

    • ২১
    • ২০
    • ২২
  • Question of

    জার্মানী বনাম কোস্টারিকা ম্যাচটি পরিচালনা করেন একজন মহিলা রেফারি যা ছেলেদের বিশ্বকাপে প্রথম। তাঁর নাম কী?

    • স্টেফানি ফ্র্যাপার্ট
    • সালিমা মুকানসাঙ্গা
    • ইয়োশিমি ইয়ামাশিতা
  • Question of

    “Drink it in Casablanca, relish it Rabat, this is your night. See it from atop the Atlas Mountains, all above the Marrakech express, a night Morocco would never forget.”- মরক্কোকে নিয়ে পিটার ড্রুরির এই বিখ্যাত উক্তিটি কোন দলের বিপক্ষে গোল করার জন্য করা হয়েছিল?

    • বেলজিয়াম
    • পর্তুগাল
    • স্পেন
  • Question of

    ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে প্রথম কোন আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। তাদের জয়সূচক গোলটি কে করে?

    • ভিনসেন্ট আবুবকর
    • পিয়েরে কুন্দে
    • এরিক ম্যাক্সিম চুপো-মোটিং
  • Question of

    কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো এক দলের সব খেলোয়াড়ই মাঠে নামার সুযোগ পায়। ব্রাজিল সর্বমোট কতজন খেলোয়াড়কে খেলার সুযোগ দিয়েছিল?

    • ২৬
    • ২৩
    • ২৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইউক্রেন-রাশিয়া সংকট কুইজ

ইনফোগ্রাফিক: বাংলাদেশের ‘বিতর্কিত’ সাহিত্যকর্ম