in , ,

ইউক্রেন-রাশিয়া সংকট কুইজ

বহু শতাব্দী আগের দাস ব্যবসার উপর ভিত্তি করে কিয়েভান রুস’দের সে জনপদ গড়ে উঠেছিল কিয়েভকে কেন্দ্র করে সেখানে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকেই চলছিল সংকট। সেই সংকট নতুন মাত্রা নেয় ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের মধ্য দিয়ে। এরপর ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত প্রক্রিয়ার মধ্যেই রাশিয়ার সেনাবাহিনী অভিযান শুরু করে ইউক্রেনের পূর্ব অংশে।

ইউক্রেন ও রাশিয়ার এই সংকটময় পরিস্থিতি নিয়ে এই কুইজ।

  • Question of

    ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের কোন দুইটি প্রদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয়?

    • লুহানস্ক ও দোনেতস্ক
    • দোনেতস্ক ও খেরসন
    • লুহানস্ক ও খারকিভ
  • Question of

    ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থান করা বাংলাদেশের কোন জাহাজটি রাশিয়ার নিক্ষেপকৃত গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়?

    • এমভি বাংলার সমৃদ্ধি
    • এমভি বাংলার জ্যোতি
    • এমভি বাংলার সৌরভ
  • Question of

    ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতা থেকে সরানোর জন্য ২০১৪ সালে ইউক্রেনে কোন বিপ্লব হয়েছিল?

    • রেভ্যুলুশন অফ ডিগনিটি
    • অরেঞ্জ রেভ্যুলুশন
    • রেভ্যুলুশন ফর সোভেরিনিটি
  • Question of

    রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদে উয়েফা তাদের চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের ভেন্যু রাশিয়ার কোন স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়?

    • ক্রেস্তোভস্কি স্টেডিয়াম
    • কালিনিনগ্রাদ স্টেডিয়াম
    • লুঝনিকি স্টেডিয়াম
  • Question of

    রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য যে পাইপলাইন রয়েছে সেটির নাম কী?

    • নর্ড স্ট্রিম
    • ডয়েচে স্ট্রিম
    • গ্যাজপ্রম
  • Question of

    রাশিয়ার মতে তারা জাতিসংঘ সনদের কোন ধারা অনুসরণ করে ইউক্রেনে আক্রমণ করেছে?

    • অধ্যায় ৭ ধারা ৫১
    • অধায় ৭ ধারা ৪১
    • অধ্যায় ৭ ধারা ৫০
  • Question of

    ইউক্রেনের তৈরি বিশ্বের সবচেয়ে বড় যে কার্গো বিমানটি রাশিয়া ধ্বংস করে তার নাম কী?

    • অ্যান্টোনোভ অ্যান-২২৫ ম্রিয়া
    • অ্যান্টোনোভ অ্যান-১২৪ রুসলান
    • অ্যান্টোনোভ অ্যান-১২৬
  • Question of

    ইউক্রেনের দোনবাস অঞ্চলে চলা সংঘাত বন্ধে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হওয়া মিনস্ক চুক্তিতে কোন কোন দেশ মধ্যস্থতা করে?

    • ফ্রান্স ও জার্মানি
    • যুক্তরাজ্য ও ইতালি
    • বেলারুশ ও তুরস্ক
  • Question of

    ইউক্রেন ১৯৯৪ সালে হওয়া কোন চুক্তি অনুসারে তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ ত্যাগ করে?

    • বুদাপেস্ট মেমোরেন্ডাম
    • ট্রিটি অফ মিনস্ক
    • ওয়ারশো প্যাক্ট
  • Question of

    ২০১৪ সালে রাশিয়া-ইউক্রেন সীমান্তে কোন দেশের যাত্রীবাহী বিমান মিসাইলের আক্রমণে ধ্বংস হয়?

    • মালয়েশিয়া
    • রোমানিয়া
    • ইথিওপিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মধ্যযুগের দাসপ্রথা যেভাবে ইউক্রেন সংকটে প্রাসঙ্গিক

কাতার বিশ্বকাপ কুইজ