in ,

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ডাকটিকিট

১৯৭১ সালের ১৭ এপ্রিল যখন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকার শপথ নেয় তখন দেশে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত। এছাড়া সরকার তখন উপলব্ধি করে যে স্বাধীনতার স্বপক্ষে বিশ্বজনমত সৃষ্টির জন্য ডাকটিকিট একটি শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। তাই তারা বাংলাদেশ নামে ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নেয়।

লন্ডনপ্রবাসী বাঙালি নকশা প্রণয়নকারী বিমান মল্লিককে বাংলাদেশের ডাকটিকিটের নকশা করার দায়িত্ব দেয়া হয়। বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালের ২৬ জুলাই লন্ডনের হাউস অব কমন্সে বিমান মল্লিকের নকশা করা আটটি ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম প্রদর্শন করেন।

ডাকটিকিটগুলো তুলে ধরা হল এখানে।

What do you think?

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশের মুক্তিযুদ্ধ - কুইজার্ডস (Quizards)

জাতীয় পুরস্কারজয়ী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র

বিভিন্ন ভাষায় ঈদের সম্ভাষণ কুইজ