ভারতীয় উপমহাদেশের রাজা-মহারাজাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে গোড়াপত্তন হওয়ার পর প্রায় দেড়শো বছর বেশি সময় ভারতের বিস্তীর্ণ অঞ্চল শাসন করে মৌর্যরা।
কুইজটি খেলে ঝালিয়ে নিন আপনার ইতিহাস জ্ঞান!
-
Question of
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যকে কোন সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে হয়েছে?
-
সেলিউসিড
-
অ্যাকিমেনিড
-
সোগদিয়ান
-
-
Question of
মৌর্য সাম্রাজ্যের দেয়া পাঁচশো হাতি কোন যুদ্ধের ফলাফল নির্ধারণে ভূমিকা রেখেছিল?
-
ইপসাসের যুদ্ধ
-
করুপেদিয়ামের যুদ্ধ
-
গগমালার যুদ্ধ
-
-
Question of
কোনটি মৌর্য সাম্রাজ্যের তৃতীয় সম্রাট অশোকের জীবন সম্পর্কে লেখা গ্রন্থ?
-
অশোকাবদান
-
ভামসাত্যাপাকাসিনি
-
আভাদানা
-
-
Question of
সম্রাট অশোক কোন প্রদেশের দায়িত্বে ছিলেন সম্রাট হওয়ার আগে?
-
উজ্জয়ন
-
কলিঙ্গ
-
পাটালিপুত্র
-
-
Question of
প্রিয়দর্শী (Priyadarśi) কোন মৌর্য সম্রাটের উপাধি ছিল?
-
অশোক
-
বিন্দুসার
-
দশরথ
-
-
Question of
মৌর্য সাম্রাজ্য বিষয়ক বিখ্যাত বই Ashoka and the Decline of the Mauryas কে লিখেছেন?
-
রোমিলা থাপর
-
রাধা কৃষ্ণ চৌধুরী
-
টালবট মুন্ডি
-
-
Question of
মৌর্য সাম্রাজ্যের সময় বঙ্গের পূর্বের অংশের নাম কী ছিল?
-
সুবর্ণভূমি
-
সমতট
-
তোসাইল
-
-
Question of
বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রচারের আগে এই ধর্মতত্ত্বটি মৌর্য সাম্রাজ্যে জনপ্রিয়তা পেয়েছিল, এমনকি সম্রাট অশোকের মা এই ধর্মের অনুসারী ছিলেন বলে দাবী করেছেন অনেক বিশেষজ্ঞ।
-
আজীবিক
-
ব্রাহ্মিণ
-
জৈন
-
-
Question of
মৌর্য সাম্রাজ্যের পতন হয় কোন ঘটনার মধ্য দিয়ে?
-
পুশ্যমিত্রের অভ্যুত্থান
-
মগধ বিপ্লব
-
শুঙ্গ সাম্রাজ্যের আক্রমণ
-
-
Question of
কোন বিখ্যাত সড়কের ভিত মৌর্য সাম্রাজ্যের সময় তৈরি হয়?
-
গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড
-
সিল্ক রোড
-
খাইবার পাস
-