ইএমকে কমিকস কুইজে আপনাকে স্বাগতম। ২০২৪ সাল জুড়ে ইএমকে সেন্টারের সহায়তায় কুইজার্ডস আয়োজন করছে পপ কালচার কুইজ ২০২৪। কমিকস কুইজ তার দ্বিতীয় পর্ব।
কুইজের নিয়ম খুব সহজ, তিন মিনিটে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতা তিনজনকে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পাঁচশ টাকা করে দেয়া হবে।
তাই মনে করে কুইজ শেষে নিজের নাম ও ফোন নম্বরটি দিতে ভুলবেন না!
কুইজটি চলবে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত। এরপর কুইজটিতে অংশ নিলেও পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
1.
রকেট র্যাকুন (Rocket Raccoon) কোন দলের অংশ?
2.
কোন সুপারহিরোর ডাকনাম স্কারলেট স্পিডস্টার?
3.
গ্রিন ল্যান্টার্নের হাল জর্ডানের পেশা কী?
4.
উলভেরিনের (Wolverine) হাড়ের সাথে কোন ধাতুটি মিশে গেছে?
5.
নীচের কোন চরিত্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত সহকারী আছে?
6.
নীচের কাকে আমরা ওয়ান্ডার ওম্যান (Wonder Woman) নামে চিনি?
7.
আটলান্টিসের প্রকৃত শাসক, অ্যাকুয়াম্যানের আসল নাম কী?
8.
টাইম ভ্যারিয়েন্স অথরিটির সাথে নীচের চরিত্র সম্পর্কিত?
9.
টি'চাল্লা (T'Challa) কোন চরিত্রের আসল নাম?
10.
মারভেল ইউনিভার্সে সরসারার সুপ্রিম (Sorcerer Supreme) কে?