in ,

বলিউড কুইজ

স্বীকৃতিপ্রাপ্ত প্রথম ভারতীয় চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্রের ১১১ বছর পূর্ণ হওয়ার মাধ্যমে উপমহাদেশের বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের পথচলার ১১১ বছর পূর্তি হলো আজ, এই ১১১ বছরে বৈচিত্র্যে ভরপুর বি-টাউন কখনো পৌছে গেছে উন্নতির শিখরে, কখনো বা হেরে গিয়েও জিতে নিয়েছে নতুন কোনো পন্থা, ঠিক যেন একটা আবহমান নদী।

এই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন সাদত হাসান মান্টো, গুলজারের মতো গুণী শিল্পীগণ; এই ফিল্ম ইন্ডাস্ট্রির আউটপুটের নামই বারবার উচ্চারিত হয়েছে অস্কার-কান-গোল্ডেন গ্লোবের মঞ্চে আর উপমহাদেশের মাটিতে বয়ে নিয়ে এসছে সম্মান। ধাপে ধাপে বলিউড হয়েছে সমৃদ্ধশালী। আর তার প্রমাণই হলো এই ১১১ বছরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে বলিউডের পরিচিতি লাভ।

বিশ্বব্যাপী বলিউডের জনপ্রিয়তা এতোটাই বেশি যে আজ দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও বলিউড সাদরে গৃহীত। এরই ধারাবাহিকতায় বর্তমানে শুধুমাত্র বলিউড থেকেই বছরে দেড় হাজারেরও বেশি চলচ্চিত্র মুক্তি পায়। আর এর বাইরেও বলিউড দুই লক্ষেরও বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান নিশ্চিত করে থাকে। আসলে বলিউডের পরিধি ক্রমবর্ধমান, মাত্র ১১১ বছরেই এতো মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে বলিউড।

আর এই ১১১ বছরকে স্মরণীয় করে রাখতেই বলিউড নিয়ে আমাদের আজকের এই ছোট্ট কুইজ।

  • Question of

    উপমহাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতার নামে ভারতের চলচ্চিত্র জগতের যে পুরস্কারটি দেয়া হয় তার নাম কী?

    • দাদা সাহেব ফালকে পুরস্কার
    • পদ্মরাজন অ্যাওয়ার্ড
    • বিমল রয় মেমোরিয়াল অ্যাওয়ার্ড
  • Question of

    প্রথম কোন হিন্দি ভাষার চলচ্চিত্রে দুইবার বিরতি (Interval) রেখে প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়?

    • মেরা নাম জোকার
    • লগান
    • ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানি
  • Question of

    প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে কোন চলচ্চিত্রটি একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পায়?

    • মাদার ইন্ডিয়া (Mother India)
    • গান্ধী (Gandhi)
    • অপুর সংসার (The World of Apu)
  • Question of

    কোন চলচ্চিত্রে রাজ কাপুরের অভিনয়কে ২০১০ সালে টাইম ম্যাগাজিন সর্বকালের সেরা একশো চলচ্চিত্রে অভিনয়ের তালিকায় স্থান দেয়?

    • আওয়ারা
    • শ্রী ৪২০
    • সিআইডি
  • Question of

    কোন চলচ্চিত্রটি মারাঠা মন্দির থিয়েটারে ২৮ বছর ধরে প্রদর্শন করা হয়েছে?

    • দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
    • শোলে
    • দেবদাস
  • Question of

    চলচ্চিত্রটি তৈরিতে নির্মাতাকে সম্পত্তি বন্ধক রাখতে হলেও, টানা ১৫ বছর ভারতের ইতিহাসে সর্বাধিক আয় করা চলচ্চিত্র হয়ে রেকর্ড করে চলচ্চিত্রটি। এমনকি বৈরী দেশ পাকিস্তানেও মুক্তি দেয়া হয়।

    • মুঘল-এ-আজম
    • শোলে
    • মাদার ইন্ডিয়া
  • Question of

    সুইজারল্যান্ড সরকার বলিউডের যে প্রয়াত চলচ্চিত্র নির্মাতার স্মরণে একটি ব্রোঞ্জের ভাস্কর্য তৈরি করে, তার নাম কী?

    • যশরাজ চোপড়া
    • গুরু দত্ত
    • বিমল রায়
  • Question of

    এখনো পর্যন্ত এএকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে সর্বাধিকবার মনোনয়ন পাওয়া ভারতীয় শিল্পী কে?

    • এ আর রহমান
    • সত্যজিৎ রায়
    • গুলজার
  • Question of

    বলিউডের কোন চলচ্চিত্রটি ২০০২ সালে সর্বোচ্চ সংখ্যক ৯২টি পুরস্কার পেয়ে গিনেস বুকে নাম লেখায়?

    • কাহো না পেয়ার হ্যায়
    • মান
    • তাল
  • Question of

    কোন চলচ্চিত্রটি ২০১৩ সালে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে তৈরি করে এবং কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছিল?

    • বোম্বে টকিজ
    • মুম্বাই মিরর
    • ইনকার

Written by Rodaba Jaman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইএমকে-কুইজার্ডস পপ কালচার কুইজ সম্পর্কে বিস্তারিত

ইএমকে টিভি সিরিজ ট্রিভিয়া কুইজ