in ,

বিভিন্ন ভাষায় ঈদের সম্ভাষণ কুইজ

ঈদ মোবারক, প্রতিটি ঈদেই বাংলাদেশ এবং এই উপমহাদেশের মুসলিমরা এভাবেই সম্ভাষণ জানান অপর মুসলিমকে। মুসলিমদের এই উৎসবে শামিল হন অন্য ধর্মের বন্ধুরা, তারাও একইভাবে সম্ভাষণ জানান বন্ধুদের।

কিন্তু মুসলিমদের বসবাস আছে অন্য দেশগুলোতে তাদের ভাষায় কীভাবে জানানো হয় ঈদের সম্ভাষণ? জেনে নিন এই কুইজটি থেকে।

কুইজের নিয়ম খুব সহজ, ভিন্ন ভিন্ন ভাষায় ঈদের সম্ভাষণের বাংলা রূপ দেয়া আছে এখানে। আপনাকে বলতে হবে সেটা কোন ভাষায়। প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়ে গেলে মিলিয়ে নিন সঠিক উত্তরগুলো।

ঈদ মোবারক।

  • Question of

    ইদেউ মুবালাকেউ – কোন ভাষার ঈদ সম্ভাষণ?

    • কোরীয়
    • জাপানি
  • Question of

    কোন ভাষায় সেলামাত হারি রায়া বলে ঈদের সম্ভাষণ জানানো হয়?

    • ইন্দোনেশিয়
    • উজবেক
  • Question of

    ফেলিজ ঈদ – কোন ভাষায় ঈদের সম্ভাষণ?

    • স্প্যানিশ
    • ফ্রেঞ্চ
  • Question of

    কোন ভাষায় বোন ফেত দ্যো লা’ইদ বলে ঈদের সম্ভাষণ জানানো হয়?

    • ফ্রেঞ্চ
    • পর্তুগীজ
  • Question of

    ইয়ি বায়রামলার – কোন ভাষায় ঈদের শুভেচ্ছা?

    • তুর্কি
    • পশতু
  • Question of

    কোন ভাষায় আখতার দে মুবারাক শা বলে ঈদের শুভেচ্ছা জানানো হয়?

    • পশতু
    • বালোচ
  • Question of

    কোন ভাষায় ফ্রোহেস আইদফেস্ত বলে ঈদের শুভেচ্ছা জানানো হয়?

    • জার্মান
    • ইতালিয়
  • Question of

    হেরি ইয়া ইদ – কোন ভাষায় ঈদ শুভেচ্ছা?

    • সোয়াহিলি
    • গায়ানিজ
  • Question of

    বায়রাম শেরিফ মুবারাক ওলসুন – কোন ভাষায় ঈদের শুভেচ্ছা?

    • বসনিয়
    • কসোভো

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ডাকটিকিট

ইএমকে-কুইজার্ডস পপ কালচার কুইজ সম্পর্কে বিস্তারিত