আজকে বিশ্বকাপে বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলায় প্রথমবারের মতো আমরা টাইমড আউট দেখতে পেলাম। ক্রিকেটের একটা নিয়ম হচ্ছে, উইকেট পড়ার পর, নতুন ব্যাটসম্যানকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে (এই ক্ষেত্রে ২ মিনিট) পিচে এসে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। এই নিয়মের ব্যাত্যয় ঘটানোয় কোন বল না খেলেও আউট হয়ে গেছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এরকম আরো অনেক নিয়মই আছে যেগুলো ক্রিকেটে সচরাচর হয় না। জেনে নেয়া যাক, ক্রিকেটের আর কোন কোন এমন ‘স্পিরিট অফ ক্রিকেট’ বিরোধী আউটের নিয়ম আছে।