in , ,

ইনফোগ্রাফিক: বিভিন্ন শহরের নামের অর্থ

পৃথিবীর দুই শতাধিক দেশে আছে কয়েক হাজার শহর। এই শহরগুলোর নামকরণের রয়েছে আলাদা আলাদা গল্প, নামেরও আছে ভিন্ন ভিন্ন অর্থ। এমন কিছু এশিয়া ও ইউরোপের শহর নিয়ে কুইজার্ডসের এই ইনফোগ্রাফিক।

মধ্য ও দক্ষিণ এশিয়া

এশিয়ার মধ্য ও দক্ষিণ ভাগে রয়েছে বাংলাদেশ, ভারত থেকে আফগানিস্তান হয়ে উজবেকিস্তান। এদিকে পূর্বে এগোলে আছে চীন, ভিয়েতনামের মত দেশগুলো।

আফগানিস্তানের বিখ্যাত শহর কান্দাহার প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার দি গ্রেট, নিজের নামেই। নামটা টিকে গেছে। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে এক সময় কাঠের একটা মন্দির ছিল বলে জানা যায়, সেখান থেকেই নাম হয়েছে কাঠমুন্ডু। ঢাকার নামকরণ নিয়ে আছে ধোঁয়াশা। তবে মুনতাসীর মামুনের বই থেকেও জানা যায় যে ঢাকার নামকরণের পেছনে এখানে থাকা পর্যবেক্ষণ চৌকির সম্পর্ক আছে। অন্যদিকে জাকার্তার নামকরণ হয়েছিল মুসলিম সেনাদের বিজয়কে স্মরণ করে, জায়া-কার্তা বা পরিপূর্ণ বিজয়।

মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও উত্তর আফ্রিকা

একসময়ের বিখ্যাত সিল্ক রোড ও প্রাচীন সভ্যতার সূতিকাগার ছিল এই অঞ্চল। বিশেষ করে উর্বর চন্দ্রাকৃতির এলাকা (Fertile Crescent) ও নীলনদের অববাহিকা ঘিরে বেড়ে উঠেছিল বিখ্যাত সব জনপদ যার প্রমাণ পেলে নামকরণেও। যেমন লেবাননের বৈরুত শব্দের অর্থ কুয়া, যা প্রাচীনকালের পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়ার দামেস্ক অর্থ পানি সমৃদ্ধ অঞ্চল। কুয়েত অর্থ সমুদ্র তীরের দুর্গ। আঙ্কারা অর্থ নোঙর যা আগের দিনের বন্দরের সাথে সম্পৃক্ত।

দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশেনিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিখ্যাত শহর ম্যানিলার নামকরণ হয়েছে ফিলিপাইনের ম্যানগ্রোভ বন থেকে। পাপুয়া নিউগিনির পোর্ট মোর্সবির সাথে মিশে আছে উপনিবেশবাদের ইতিহাস। ব্রিটিশ নৌ কর্মকর্তা জন মোর্সবি নিজের বাবা ফেয়ারফ্যাক্স মোর্সবির নামে নামকরণ করেন শহরটির। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ডুবে যাওয়ার হুমকিতে থাকা ট্যুভালু দ্বীপের শহর ফুনাফুটির অর্থ হচ্ছে কলা!

পশ্চিম ইউরোপ ও বেনেলাক্স দেশ সমূহ

পশ্চিম ইউরোপের দেশগুলোতে একটা বড় সময় ধরেই হয়েছে যুদ্ধ। অন্যদিকে এই যুদ্ধের সাথে জড়িয়ে ছিল পানির প্রবাহের উপর নিয়ন্ত্রণের কৌশলও। অন্যদিকে এই অঞ্চলের বিখ্যাত অনেক শহর থেকেই দূরের অনেক বন্দরে জাহাজের আসা-যাওয়াও ছিল। তাই ইতিহাসের বিভিন্ন ঘটনাপ্রবাহ ও ভৌগলিক বিষয়গুলোর একটা ছাপ দেখা যায় শহরগুলোর নামকরণেও।

উত্তর-পশ্চিম ইউরোপ

পশ্চিম ইউরোপ থেকে একটু উত্তর পশ্চিমে আছে যুক্তরাজ্য দ্বীপ এবং আইসল্যান্ড। এখানের শহরগুলোর নামকরণে ভৌগলিক প্রভাব লক্ষ্যনীয়।

উত্তর-পূর্ব ইউরোপ

ইউরোপের উত্তর-পূর্ব অংশের স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর প্রধান শহরগুলোর নামকরণের সাথে স্থানীয় ল্যান্ডমার্কের প্রভাব দেখা যায়।

দক্ষিণ-পূর্ব ইউরোপ

এথেন্স, সারায়েভো, সোভিয়ার মত বিখ্যাত শহর আছে ইউরোপের এই অংশে। শহরগুলোর নামকরণে বেশ বৈচিত্র্যও দেখা যায়। তবে ভৌগলিক অবস্থানের একটা প্রভাব আছে।

পূর্ব ইউরোপ

রাশিয়ার সীমান্ত-বর্তী দেশগুলোকে পূর্ব ইউরোপ ধরা হয়। এই দেশগুলো একসময় রুশ-অটোমান এবং রুশ-জার্মান সাম্রাজ্যের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। আবার বিভিন্ন সাম্রাজ্যের সংযোগস্থলে থাকায় বেশ কিছু স্থাপনাও গড়ে উঠেছিল প্রাচীনকাল থেকেই, যার ছাপ পাওয়া যায় নামকরণে।

 

 

 

 

What do you think?

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইনফোগ্রাফিক: বাংলাদেশের ‘বিতর্কিত’ সাহিত্যকর্ম

ফরাসি বিপ্লব কুইজ