in , ,

একুশে বইমেলা কুইজ

ছোট থেকে বড়, সবাই কম বেশি বই পড়তে পছন্দ করি এবং সেই সুবাদে একুশে বইমেলায়ও যাওয়া হয়েছে আমাদের অনেকের।

স্বাধীন বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে একুশে বইমেলার শুরুটা হয় চিত্তরঞ্জন সাহার হাত ধরে। স্বাধীনতার অব্যবহিত পরেই ১৯৭২ সালে তিনি বর্ধমান হাউজ নামে পরিচিত বাংলা একাডেমি ভবনের সামনে একটি গাছের নিচে নিজের প্রকাশনীর বই বিক্রি শুরু করেছিলেন বলে জানা যায় বাংলাপিডিয়া থেকে। উল্লেখ্য, ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তিনি মুক্তধারা নামে একটি প্রকাশনা সংস্থা গড়ে তুলেছিলেন।

ধীরে ধীরে বাংলা একাডেমি প্রাঙ্গণে তাঁর সাথে যুক্ত হন আরও বেশ কয়েকজন প্রকাশক। সাধারণ মানুষ ও পাঠকদের আগ্রহও বাড়তে থাকে তাঁদের উদ্যোগের বিষয়ে। ১৯৭৮ সালে তা চোখে পড়ে তৎকালীন বাংলা একাডেমির পরিচালক ড. আশরাফ সিদ্দিকীর এবং বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতির সাথে যৌথ উদ্যোগে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করতে থাকে বাংলা একাডেমি।

এই উদ্যোগ প্রাতিষ্ঠানিক রূপ পায় আশির দশকের প্রথমভাগে যখন অমর একুশে গ্রন্থমেলা নামকরণ করে প্রতিবছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বইমেলা আয়োজনের উদ্যোগ নেয় বাংলা একাডেমি।

একুশে বইমেলার গল্প ঠাঁই পেয়েছে কুইজার্ডসের কমিকস বই ‘বাংলার যত উৎসবে‘।

এবার নিচের কুইজটি খেলে বইমেলা সম্পর্কে আপনার জ্ঞান ঝালিয়ে নিন।

  • Question of

    একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বইমেলার প্রথম উদ্যোগ নিয়েছিলেন কে?

    • চিত্তরঞ্জন সাহা
    • মঞ্জুরে মওলা
    • আশরাফ সিদ্দিকী
  • Question of

    ১৯৭৯ সালে বাংলা একাডেমির সহযোগিতায় একাডেমির প্রাঙ্গণে প্রথম আনুষ্ঠানিক বই মেলা আয়োজন করেছিল কারা?

    • পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি
    • মুক্তধারা
    • বিশ্ব সাহিত্য কেন্দ্র
  • Question of

    যে প্রকাশনী সংস্থার সাথে একুশে গ্রন্থমেলার সূচনার ইতিহাস মিশে আছে সেটির নাম কী?

    • মুক্তধারা
    • অন্যপ্রকাশ
    • পাঠক সমাবেশ
  • Question of

    বাংলা একাডেমি ভবনের প্রাক্তন নাম কী ছিল?

    • বর্ধমান হাউজ
    • কার্জন হাউজ
    • প্রিভিকাউন্সিলর ভবন
  • Question of

    চিত্তরঞ্জন সাহা কোন পদকটি পেয়েছিলেন ২০০৫ সালে?

    • একুশে পদক
    • স্বাধীনতা পদক
    • বাংলা একাডেমি পুরস্কার

Written by Nishat Rahman Eva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কুইজ

কীভাবে এল অধিবর্ষ বা লিপ ইয়ার