in ,

ইতিহাস কুইজ: পাল সাম্রাজ্য কুইজ

আজকের বাংলাদেশ বা প্রাচীন বঙ্গ অঞ্চল থেকে উৎপত্তি হয়ে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণ করেছিল পাল সম্রাটরা। আড়াই শত বছরেরও বেশি সময় টিকে ছিল এই সাম্রাজ্য এবং রাজা শশাঙ্কের পতনের পর বঙ্গ অঞ্চল জুড়ে চলে মাৎসান্যায়ের অবসান ঘটিয়েছিল। এই সাম্রাজ্যকে নিয়েই আমাদের এবারের কুইজ।

  • Question of

    পাল শাসনামলে রচিত ‘রামচরিতম’ মহাকাব্যটির রচয়িতা কে?

    • সন্ধ্যাকর নন্দী
    • জীমূতবাহন
    • চক্রপাণি দত্ত
  • Question of

    রামচরিতম কাব্যে পালদের জন্মভূমি হিসেবে আখ্যা দেয়া হয় কোন অঞ্চলকে?

    • বরেন্দ্রভূমি
    • মগধ
    • বিক্রমপুর
  • Question of

    উত্তর ভারত দখল করার জন্য পালদের সাথে কোন দুই সাম্রাজ্যের যুদ্ধ হয়?

    • প্রতিহারা ও রাষ্ট্রকূট
    • চৌলক্য ও রাষ্ট্রকূট
    • প্রতিহারা ও চৌলক্য
  • Question of

    পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ কোন পাল সম্রাটের উপাধি ছিল?

    • ধর্মপাল
    • রামপাল
    • দ্বিতীয় মহীপাল
  • Question of

    ধর্মপাল মগধে যে বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন তাঁর নাম কী?

    • বিক্রমশীল বিহার
    • জগদ্দল বিহার
    • ওদন্তপুরী বিহার
  • Question of

    সম্রাট দেবপাল তাঁর রাজধানী কোথায় স্থাপন করেন?

    • মুঙ্গের
    • কনৌজ
    • মগধ
  • Question of

    দ্বিতীয় পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কোন সম্রাট?

    • মহীপাল
    • দ্বিতীয় গোপাল
    • রামপাল
  • Question of

    দ্বিতীয় মহীপালকে পরাজিত করে বরেন্দ্রের রাজা হন কে?

    • দিব্য
    • শূদ্রক
    • রামপাল
  • Question of

    কৈবর্ত্তনায়ক ভীমকে পরাজিত করেন কোন পাল সম্রাট?

    • রামপাল
    • দ্বিতীয় মহীপাল
    • প্রথম মহীপাল
  • Question of

    বিজয় সেন কোন রাজ্য থেকে শেষ পাল সম্রাট মদনপালকে বিতাড়িত করেছিলেন?

    • গৌড়
    • রাঢ়
    • বরেন্দ্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইতিহাস কুইজ: সুলতানি আমল

মধ্যযুগের দাসপ্রথা যেভাবে ইউক্রেন সংকটে প্রাসঙ্গিক