in ,

মুক্তিযুদ্ধের যত যুদ্ধ কুইজ

১৯৭১ সালে মার্চ থেকে ডিসেম্বর, এই নয় মাসে বাংলাদেশকে স্বাধীন করতে অকুতোভয় মুক্তিযোদ্ধারা একের পর যুদ্ধে লিপ্ত হয়েছে পাকিস্তানি হানাদার সেনাবাহিনী এবং তাদের দোসরদের সাথে। এমন যুদ্ধগুলোর খুঁটিনাটি নিয়ে এই কুইজ।

  • Question of

    কামালপুরে পাকিস্তানি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে একে একে তিনবার অভিযান চালায় মুক্তিযোদ্ধারা। এই কামালপুর বর্তমানে কোন জেলায় অবস্থিত?

    • জামালপুর
    • ময়মনসিংহ
    • নেত্রকোনা
  • Question of

    কুড়িগ্রামের রৌমারিকে মুক্ত করে আগস্ট মাসে সেখানে স্বাধীন বাংলাদেশের প্রশাসন প্রতিষ্ঠা করা হয়। মুক্তিবাহিনীর কোন ব্রিগেড রৌমারি স্বাধীন করেছিল?

    • জেড ফোর্স
    • এস ফোর্স
    • কে ফোর্স
  • Question of

    বিলোনিয়ার দ্বিতীয় যুদ্ধ মুক্তিযুদ্ধের সবচেয়ে আলোচিত যুদ্ধগুলোর একটি। যুদ্ধটি কোন সেক্টরে হয়েছিল?

    • সেক্টর ২
    • সেক্টর ১
    • সেক্টর ৩
  • Question of

    সিলেট মুক্ত করার পথে সুরমা নদীর তীরে এই আলোচিত যুদ্ধটি সংঘটিত হয় যেখানে সেক্টর-৪, জেড ফোর্স ও মিত্র বাহিনীর সম্মিলিত শক্তির মুখে পরাজিত হয় পাকিস্তানিরা।

    • কানাইঘাটের যুদ্ধ
    • ছাতকের যুদ্ধ
    • জকিগঞ্জের যুদ্ধ
  • Question of

    কে ফোর্স কমান্ডার খালেদ মোশাররফ বীর উত্তম কোন যুদ্ধে আহত হয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন?

    • কসবার যুদ্ধ
    • কানাইঘাটের যুদ্ধ
    • বিলোনিয়ার যুদ্ধ
  • Question of

    মুক্তিযুদ্ধের মোড় ঘোরানো একটি যুদ্ধ ছিল আখাউড়া দখলের যুদ্ধ। এই যুদ্ধে কোন ব্রিগেড অংশ নিয়েছিল?

    • এস ফোর্স
    • কে ফোর্স
    • জেড ফোর্স
  • Question of

    নৌ কমান্ডোদের পরিচালিত অপারেশন জ্যাকপটে সিগন্যাল হিসেবে নীচের কোন গানটি ব্যবহৃত হয়েছিল?

    • আমি তোমায় যত শুনিয়েছিলাম গান
    • কারার ঐ লৌহ কপাট
    • স্বপ্নে আমার মনে হলো
  • Question of

    চিলমারি রেইড নামে পরিচিত যুদ্ধের নেতৃত্বে ছিলেন কে?

    • মেজর আবু তাহের
    • লে. কর্নেল জিয়াউর রহমান
    • স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ খান
  • Question of

    শিরোমণির ট্যাঙ্কের যুদ্ধে কোন সেক্টর কমান্ডার সামনে থেকে নেতৃত্ব দেন?

    • মেজর আবুল মনজুর
    • মেজর আবদুর রব
    • মেজর নাজমুল হুদা
  • Question of

    মিরপুর মুক্ত করার অভিযানে নীচের কোন রেজিমেন্ট যুক্ত ছিল না?

    • দশম ইস্ট বেঙ্গল
    • চতুর্থ ইস্ট বেঙ্গল
    • দ্বিতীয় ইস্ট বেঙ্গল

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইরান কেন ইসরায়েল থেকে অস্ত্র কিনেছিল?

বাংলাদেশের মুক্তিযুদ্ধ - কুইজার্ডস (Quizards)

জাতীয় পুরস্কারজয়ী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র