in

নিউ হরাইজনস: প্লুটোকে জানার অভিযান

নিউ হরাইজনস - কুইজার্ডস

মানুষের মহাকাশ অভিযানের ইতিহাসে যোগ হলো নতুন এক অধ্যায়। নাসার (NASA) মহাকাশযান নিউ হরাইজনস (New Horizons) সূচনা করলো এ অধ্যায়ের। অন্য গ্রহগুলো সম্পর্কে এতদিন আমরা যথেষ্ট তথ্য পেয়েছি। কিন্তু যুগান্তকারী এ ঘটনার মধ্য দিয়ে প্লুটোকে প্রথমবারের মতো পর্যবেক্ষণ করতে পারবে মানুষ।

দীর্ঘ ৯ বছরের যাত্রা শেষে নিউ হরাইজনস সৌরজগতের প্রায় শেষ প্রান্ত বামন গ্রহ প্লুটোর কাছাকাছি পৌঁছে গেছে। এ গ্রহ ও তার পাঁচটি চাঁদের (ক্যারন, হাইড্রা, নিক্স, স্টাইক্স, কার্বারোস) বহু ছবি সংগ্রহ করবে মনুষ্যবিহীন এ মহাকাশযান। ফলে কাইপার বেল্ট (Kuiper Belt) অঞ্চল সম্পর্কে নতুন অনেক তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য যে, নেপচুন গ্রহের কক্ষপথ থেকে এ অঞ্চলের শুরু। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় অঞ্চল হিসাবে এটি পরিচিত।

এক নজরে নিউ হরাইজনস

– ২০০৬ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু হয় নিউ হরাইজনস মহাকাশযানের।

– ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বৃহস্পতি গ্রহের পাশ দিয়ে যাওয়ার সময় এর গতি প্রতি ঘণ্টায় প্রায় ৯০০০ মাইল বেড়ে যায়।

– ২০০৮ সালের জুনে এ মহাকাশযান শনির কক্ষপথকে অতিক্রম করে।

– ২০১১ সালের মার্চে ইউরেনাসের কক্ষপথকে পার হয়ে যায়।

– ২০১৪ সালের আগস্টে নেপচুনের কক্ষপথকে অতিক্রম করে নিউ হরাইজনস।

– ৯ বছরে প্রায় ৪ বিলিয়ন মাইল পথ পাড়ি দিয়েছে এ মহাকাশযান।

প্লুটো অভিযান সম্পর্কে বিস্তারিত জানতে নাসার ওয়েবসাইটে যেতে পারেন।

Image Credit

Description: NASA’s New Horizons Spacecraft Begins First Stages of Pluto Encounter (Artist’s Concept)

Source: NASA.

নিউ হরাইজনস অভিযান: অ্যানিমেশন

What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

বক্তব্য প্রদানকালে লেনিন - কুইজার্ডস

লেনিন: রুশ বিপ্লবের মূল নায়ক

গেম অব থ্রোনস কুইজ: দ্বিতীয় পর্ব - কুইজার্ডস

গেম অব থ্রোনস কুইজ: দ্বিতীয় পর্ব