in ,

ডিউন কুইজ

বহুল আলোচিত ও জনপ্রিয় চলচ্চিত্র ডিউনের প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বও পেয়েছে ব্যবসায়ীক সাফল্য। ফ্র্যাঙ্ক হার্বার্টের বৈজ্ঞানিক কল্পকাহিনী উপন্যাস ডিউন অবলম্বনে তৈরি এই চলচ্চিত্র সিরিজের উপর কুইজার্ডসের ডিউন কুইজ।

  • Question of

    নোন ইউনিভার্সের (Known Universe) সম্রাটের নাম কী?

    • চতুর্থ শাদ্দাম
    • ভ্লাদিমির হারকোনেন
    • পাদিশাহ
  • Question of

    মুয়াদ’দিব কার উপাধি?

    • পল এটরেইডেস
    • স্টিলগার
    • লেটো এটরেইডেস
  • Question of

    পল এটরেইডেসের যুদ্ধবিদ্যার মূল মেন্টর বা প্রশিক্ষক ছিলেন কে?

    • গার্নে হ্যালেক
    • ডানকান ইদাহো
    • থুফির হাওয়াত
  • Question of

    আররাকিস গ্রহে যে বিশেষ প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় তার নাম কী?

    • মেলাঞ্জ
    • ভাইব্রানিয়াম
    • গ্যাস
  • Question of

    আররাকিসের আদিবাসীদের নাম কী?

    • ফ্রেমেন
    • এটরেইডেস
    • হারকোনেন
  • Question of

    স্পাইস কী ধরণের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক?

    • মানসিক দক্ষতা ও আয়ু
    • সময় পরিভ্রমণের দক্ষতা
    • যুদ্ধবিদ্যা সংক্রান্ত দক্ষতা
  • Question of

    আররাকিসের বালুতে চলা বিশালাকৃতির প্রাণির নাম কী?

    • শাই-হুলুদ
    • মারাক্কেহ
    • লেভিয়াথন
  • Question of

    লেডি জেসিকা যে বিশেষ গোষ্ঠীর সাথে সম্পর্কিত তার নাম কী?

    • বেনে জেসেরিত
    • শারুদকার
    • কালাদান
  • Question of

    ভ্লাদিমির হারকোনেনের পর হাউজ হারকোনেনের ব্যারন হন কে?

    • ফেইদ-রোওথা হারকোনেন
    • গ্লোসু রাব্বান হারকোনেন
    • পল এটরেইডেস
  • Question of

    লিসান আল গায়েব শব্দবন্ধটির আক্ষরিক অর্থ কী?

    • অদৃশ্য কণ্ঠস্বর
    • অদ্ভুত আওয়াজ
    • অপরিচিত ব্যক্তি

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কীভাবে এল অধিবর্ষ বা লিপ ইয়ার

ইরান কেন ইসরায়েল থেকে অস্ত্র কিনেছিল?