in ,

বিশ্বকাপের আলোচিত কোচ কুইজ

প্রতিটি ফুটবল বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ব্যক্তিতে পরিণত হন খেলোয়াড়েরা তাদের ক্রীড়া নৈপুণ্যের কারণে। কিন্তু এই খেলোয়াড়দের যিনি পেছন থেকে নেতৃত্ব দেন সেই কোচেরা যেন কিছুটা উপেক্ষিতই থাকেন। তবে নিজের নৈপুণ্যে অনেক কোচও হয়ে ওঠেন আলোচিত ও বিখ্যাত। এমন কোচদের নিয়েই এই কুইজ।

  • Question of

    এখন পর্যন্ত কোচ হিসেবে দুইটি বিশ্বকাপ জেতা একমাত্র ব্যক্তি তিনি। তার নাম কী?

    • ভিত্তোরিও পোজ্জো
    • মারিও জাগালো
    • কার্লোস বিলার্দো
  • Question of

    নীচের কোন ব্যক্তি খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন নাই?

    • আয়মোর মোরেইরা
    • দিদিয়ের দেশম
    • ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার
  • Question of

    পরপর পাঁচ বিশ্বকাপে পাঁচটি আলাদা দল নিয়ে বিশ্বকাপে যাওয়ার রেকর্ড আছে কোন কোচের?

    • বোরা মিলুতিনোভিচ
    • কার্লোস আলবার্তো পেরেইরা
    • লুই ভ্যান গাল
  • Question of

    কার্লোস আলবার্তো পেরেইরা বিশ্বকাপে নীচের কোন দলের কোচিং স্টাফ ছিলেন না?

    • জাপান
    • কুয়েত
    • সৌদি আরব
  • Question of

    অধিনায়ক এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন কোন কোচ?

    • দিদিয়ের দেশম
    • মারিও জাগালো
    • জুয়ান লোপেজ ফন্টানা
  • Question of

    কোচ হিসেবে একই সাথে বিশ্বকাপ এবং ইউরো জয়ের রেকর্ড আছে কার?

    • ভিসেন্তে দেল বস্ক
    • দিদিয়ের দেশম
    • জোয়াকিম লোউ
  • Question of

    কোন বিশ্বকাপ না জিতলেও টোটাল ফুটবলের জনক হিসেবে তাকে মনে রেখেছে পৃথিবী।

    • রাইনাস মিশেলস
    • ইয়োহান ক্রুইফ
    • লুই এনরিক
  • Question of

    পরপর দুইটি বিশ্বকাপের ফাইনালে কোচ হিসেবে ছিলেন নীচের কোন ব্যক্তি?

    • কার্লোস বিলার্দো
    • জোয়াকিম লোউ
    • মার্সেলো লিপ্পি
  • Question of

    অ্যালেক্স ফার্গুসনের শিষ্য এই কোচ পরপর তিন বিশ্বকাপে একই দল নিয়ে কাজ করেছেন। দলটির নাম কী?

    • ইরান
    • মিশর
    • সৌদি আরব
  • Question of

    ১৯৯৮ সালের বিশ্বকাপের মাঝপথে চাকরি চলে যায় এই ব্রাজিলীয় কোচের। কী নাম তার?

    • কার্লোস আলবার্তো পেরেইরা
    • লুই ফেলিপ স্কলারি
    • টেলে সান্টানা

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যোমকেশ বক্সী কুইজ

প্রাচীন সভ্যতার নিদর্শন কুইজ