in

ব্যোমকেশ বক্সী কুইজ

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী। ১৩৩১ সালে প্রথম আবির্ভাবের পর থেকে বাংলা সাহিত্য অনুরাগীদের এখনও মুগ্ধ করে রেখেছে চরিত্রটি। তাই বাংলা সাহিত্য অনুরাগীদের জন্য আমাদের ব্যোমকেশ বক্সী কুইজ।

  • Question of

    ব্যোমকেশ বক্সী চরিত্রের প্রথম আবির্ভাব ঘটে কোন গল্পে?

    • আদিম রিপু
    • সত্যান্বেষী
    • ব্যোমকেশ ও বরদা
  • Question of

    কলকাতার কোথায় থাকত ব্যোমকেশ?

    • হ্যারিসন রোড
    • পার্ক স্ট্রিট
    • রজনী সেন রোড
  • Question of

    ব্যোমকেশের সবচেয়ে ভালো বন্ধু ও সহকারী এবং যে চরিত্রকে শার্লকের ড. ওয়াটসনের সাথে তুলনা করা হয়-

    • সত্যবতী
    • অজিত
    • পুটিরাম
  • Question of

    কোন অনুসন্ধানের দায়িত্ব ব্যোমকেশ প্রথমে অজিতের উপর দেয়?

    • অচিন পাখি
    • মাকড়সা রহস্য
    • পথের কাঁটা
  • Question of

    কোন গল্পে ব্যোমেকেশের সত্যবতীর সাথে পরিচয় হয়?

    • অর্থমনর্থম
    • চোরাবালি
    • অমৃতের মৃত্যু
  • Question of

    কোন গল্পে ব্যোমকেশ রহস্য উদঘাটন করে পাওয়া সমস্ত টাকা পুড়িয়ে দেয় স্বাধীনতা দিবসে দেশের প্রতি নিজেদের ত্যাগ হিসেবে?

    • আদিম রিপু
    • মগ্নমৈনাক
    • দূর্গ রহস্য
  • Question of

    ‘চিত্রচোর’ গল্পে চিত্র চোর এবং খুনি ছিল একজন ব্যাংকার। তার নাম-

    • অমরেশ রাহা
    • উমানাথ ঘোষ
    • পুরুলাল পান্ডে
  • Question of

    ব্যোমকেশের কোন গল্পে হত্যার অস্ত্র হিসেবে সাইকেলের বেল মডিফাই করে এয়ার গান বানানো হয়?

    • শৈলরহস্য
    • অদৃশ্য খুনী
    • পথের কাঁটা
  • Question of

    ব্যোমকেশ বাঙালি পপ কালচারের অন্যতম বিখ্যাত একটি চরিত্র। এই চরিত্রের স্রষ্টা কে?

    • ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
  • Question of

    ব্যোমকেশ চরিত্র নিয়ে লেখা শেষ গল্পটি অসমাপ্ত রয়ে যায় লেখকের প্রয়াণে। গল্পটির নাম কী?

    • রুম নম্বর দুই
    • বিশুপাল বধ
    • অদৃশ্য ত্রিকোণ

কোন টারগারিয়েন চরিত্রটি আপনি?

বিশ্বকাপের আলোচিত কোচ কুইজ