স্পেন – ইউরোপিয়ান এ দেশটির নাম শুনলে আমাদের দেশের অধিকাংশ মানুষের হয় স্প্যানিশ ভাষা অথবা জাভি-ভিয়া-টোরেস-পিকের ফুটবল দলের কথা মনে পড়বে। তবে সভ্যতাতে স্প্যানিয়ার্ডদের অবদান ভাষা ও ফুটবলকে ছাড়িয়ে অনেক ক্ষেত্রেই বিস্তৃত। শুধু সাংস্কৃতিক অঙ্গনের দিকে তাকালেই চেনা কিছু নাম পাওয়া যাবে। বিশ্ব ইতিহাসে সুপরিচিত চিত্রশিল্পী পাবলো পিকাসো ও সালভাদর দালি স্পেনের সন্তান। অবশ্য এ দুইজনের পেছনে পড়ে নেই আরেক কিংবদন্তী ফ্রান্সিসকো গয়ার নামও। স্পেনের সংস্কৃতি অবশ্য অন্য দিকেও সমৃদ্ধ, যার স্বাতন্ত্র্য চোখে পড়ার মতো। দেশটির ষাঁড়ের লড়াইয়ের পরিচিতি রয়েছে সারা বিশ্বে। স্প্যানিশ সংস্কৃতির এমন কিছু দিক নিয়েই এ কুইজ। কুইজটি শেষে আপনি হয়তো তর্তিয়া এসপানিওলা বা স্প্যানিশ ওমলেট বানানো শিখতে পারবেন না, কিন্তু ভোজনরসিক হলে একটু হলেও গুগল করে নেবেন রেসিপিটা!
 
 
					 Sushanto Saha
							Sushanto Saha
					
 
					
