in

প্রশাসনিক মানচিত্র: বাংলাদেশ কুইজ

প্রশাসনিক মানচিত্র: বাংলাদেশ কুইজ - কুইজার্ডস
Image Credit: Google Maps

মানচিত্রে প্রশাসনিকভাবে বাংলাদেশ বিভিন্ন বিভাগ ও জেলাতে বিভক্ত। এসব জেলা ও তাদের উপজেলা বা অঞ্চলসমূহের নাম বেশ বৈচিত্র্যপূর্ণ ও কিছু ক্ষেত্রে বিভ্রান্তিকর। যেমন ধরুন, একজন বললেন তার বাসস্থান মিরপুরে। মনে হতে পারে তার বাসস্থান ঢাকার মিরপুরে। কিন্তু কুষ্টিয়া জেলার একটি থানার নামও মিরপুর। আবার একই নামের একাধিক থানা/উপজেলা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তাছাড়া একটি জেলার নাম ও অন্য আরেকটি জেলার উপজেলার নাম একই। এসব নিয়ে অনেক সময় বিড়ম্বনাতে পড়তে হয়। লোকমুখে অমুক “বৃহত্তর জেলার” কথা শোনা যায়। এ বৃহত্তর জেলা বলতে কী বোঝায় বা এর ধারণা কীভাবে এসেছে? বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে বিভিন্ন জেলায়। এমন একটি জেলা আছে যার সাথে ভারত ও মায়ানমার উভয়েরই সীমান্ত রয়েছে। যে জেলায় আমাদের নাড়ি পোঁতা, যেখানে ঈদ করার জন্য বাস ও ট্রেনের টিকিটের সংকট দেখা দেয়, সে জেলা সম্পর্কেই বা কতটুকু জানি? সম্প্রতি ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের আকার-আয়তনে পরিবর্তন এসেছে। কেমন সে পরিবর্তন? এসব নিয়েই মূলত কুইজটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশ প্রশাসনিক মানচিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য যেতে পারেন এখানে

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

প্রশাসনিক মানচিত্র: বাংলাদেশ কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Mynur Rashid Mahi

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) মেক্যানিকাল ইঞ্জিনীয়ারিংয়ে পড়েছি। কলেজ জীবন থেকেই কুইজ করতাম। স্বপ্ন দেখি সারা বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যত্নের সাথে ও আন্তর্জাতিক মান বজায় রেখে কুইজের চর্চা হবে।

কিলো ফ্লাইট - কুইজার্ডস

কিলো ফ্লাইট: মুক্তিযুদ্ধের স্মরণীয় এক নাম

ট্রফি কুইজ - কুইজার্ডস

ট্রফি কুইজ: খেলার মাঠের শিরোপা