ইতিহাসের কোন ঘটনা বা ব্যক্তিত্বকে স্মরণ করতে কিংবা বিমূর্ত কোন ধারণাকে প্রকাশ করার জন্য যেসব শিল্পমাধ্যম রয়েছে, তার মধ্যে ভাস্কর্য একটি। এবারের কুইজে দশটি ভাস্কর্যের ছবি দেয়া আছে। আপনাকে এদের নাম চিহ্নিত করতে হবে। কুইজের থিম হিসাবে আমরা বাংলাদেশের ভাস্কর্য বেছে নিয়েছি। তবে প্রাধান্য দেয়া হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপনাগুলোর উপর।
					
													
													
													
											
													
													
													
													
													
													
					
