বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার প্রশ্ন নিয়ে কুইজমাস্টার্স লাউঞ্জ নামের একটি সিরিজ প্রকাশ করে থাকি আমরা। এর প্রথম পর্বে ঢাকা মেডিকেল কলেজের একটি কুইজ, দ্বিতীয় পর্বে ব্যাঙ্গালোর মিল্যাঞ্জ কুইজ ও তৃতীয় পর্বে ফ্রেঞ্চ কালচারাল কুইজের প্রশ্ন ছিলো। এবারের পর্বে থাকছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একটি কুইজ। আপনাদের সুবিধার্থে আমরা শুধু দশটি প্রশ্ন নির্বাচন করেছি। অবশ্য প্রশ্নগুলোতে কিছু পরিবর্তন করা হয়েছে। কুইজের বিষয় একটাই – বিজ্ঞান ও প্রযুক্তি।
এবারের পর্বের কুইজমাস্টার হিসাবে থাকছেন সাজ্জাদ হোসেন মুকিত।
কুইজমাস্টার্স লাউঞ্জ: সেরা ৭
দশে দশ পাওয়া প্রথম ৫ ব্যক্তির নাম প্রকাশ করার ঘোষণা দিয়েছিলাম আমরা। দুইজন বোনাস বিজয়ীর নামও যোগ করা হয়েছে!
– Farhan Israq
– Shafqat Amin Inan
– Tauheed Enamul Hoque
– Masafi Mustafa Haider
– Redwan Reham
– Zahid Inkiad
– Faiyaz Saqif Khan Samit
 
 
					 Quizards Desk
							Quizards Desk
					

