in

মিউজিক ইতিহাস কুইজ: সঙ্গীত জগতের কিছু স্মরণীয় উৎসব ও ঘটনা

পেশা হিসেবে সঙ্গীতের এর আবির্ভাবের পর থেকে শুরু করে বর্তমান সময়ে কনসার্ট হয়ে উঠেছে সঙ্গীত জগতের এক অবিচ্ছেদ্য অংশ। কিছু কনসার্ট যেমন হয়ে ওঠে বিখ্যাত, কিছু কনসার্ট পায় কুখ্যাতি। সঙ্গীত ইতিহাসের এমন সব ঘটনা নিয়ে এই কুইজ। 

  • Question of

    সঙ্গীতশিল্পী জনি ক্যাশ ক্যালিফোর্নিয়ার যে কারাগারে সঙ্গীত পরিবেশন করে তৎকালীন বন্দী মার্লে হ্যাগার্ডকে সঙ্গীতের আসার ব্যাপারে অনুপ্রাণিত করেন, সেটির নাম কী?

    • ফলসম কারাগার
    • স্যান কুয়েন্টিন কারাগার
    • ক্যালিফোর্নিয়া কারেকশন ফ্যাসিলিটি
  • Question of

    রোলিং স্টোন্সের সঙ্গীত বিনামূল্যে উপভোগ করতে জমায়েত হওয়া প্রায় তিনলক্ষ মানুষ সামলাতে বিশৃঙ্খলা, নেশাদ্রব্যের ব্যবহার ও মৃত্যুর কারণে কুখ্যাত কনসার্টটি কী নামে পরিচিত?

    • অ্যাল্টামন্ট স্পিডওয়ে
    • স্ট্রিং অ্যান্ড স্টারস
    • উডস্টক
  • Question of

    ওভাল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবিক সাহায্যের জন্য তহবিল সংগ্রহের জন্য যে কনসার্ট আয়োজন করা হয় তার নাম কী?

    • কনসার্ট ফর বাংলাদেশ
    • অটাম ফেয়ারওয়েল
    • গুডবাই সামার
  • Question of

    কোন গানের কিছু শব্দ ব্যবহারে নিষেধ করার পরেও দি ডোরস ব্যান্ডের ভোকালিস্ট জিম মরিসন সেগুলো ব্যবহার করায় দি এড সালিভান শো থেকে তাদের নিষিদ্ধ করা হয়?

    • রাইডারস অন দ্য স্টোর্ম
    • রোডহাউস ব্লুস
    • লাইট মাই ফায়ার
  • Question of

    ব্রিটিশ হেভি মেটাল ব্যান্ড ডিপ পার্পলের ‘স্মোক অন দি ওয়াটার’ গানটির অনুপ্রেরণা পেয়েছিলেন এক ক্যাসিনোতে ফ্র্যাঙ্ক জাপার এক ভক্তের লাগিয়ে দেয়া আগুনের ঘটনা থেকে। ঘটনাটি কোথায় ঘটেছিল?

    • নেদারল্যান্ডস
    • সুইজারল্যান্ড
    • ফিনল্যান্ড
  • Question of

    কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনে একক শিল্পীদের পাশাপাশি পিট হ্যাম, টম ইভান্স প্রমুখদের যে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেছিল তার নাম কী?

    • ব্যাডফিঙ্গার
    • ট্রাভেলিং উইলবারিস
    • দ্য কোয়ারিমেন
  • Question of

    ২০২১ সালে আয়োজিত ট্র্যাভিস স্কটের কোন কনসার্টে পদদলিত হয়ে ও সংঘর্ষের কারণে দশজন নিহত হন?

    • রোডিও
    • ইউটোপিয়া
    • অ্যাস্ট্রোওয়ার্ল্ড
  • Question of

    প্রথম ব্যান্ড হিসেবে পৃথিবী সব মহাদেশে সঙ্গীত পরিবেশন করা ব্যান্ড মেটালিকা অ্যান্টার্কটিকা মহাদেশে যে কনসার্টটি আয়োজন করে সেটি কী নামে পরিচিত?

    • ফ্রিজ ‘এম অল
    • ক্রিপিং ডেথ
    • সেভেনথ সন অব এ সেভেনথ সন
  • Question of

    উডস্টক মিউজিক ফেস্টিভ্যালের অনুপ্রেরণায় আয়োজিত উডস্টক ‘৯৯ কনসার্টটি নিরাপত্তাহীনতার কারণে কুখ্যাত হয়। কনসার্টটি কোথায় আয়োজন করা হয়েছিল?

    • স্যাক্রেমেন্টো, ক্যালিফোর্নিয়া
    • রোম, নিউ ইয়র্ক
    • রেনো, নেভাডা
  • Question of

    প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে জার্মানির বিখ্যাত হেভি মেটাল সঙ্গীত উৎসব ওয়্যাকেন ওপেন এয়ারে সঙ্গীত পরিবেশনে সুযোগ পায় কোন ব্যান্ড?

    • স্টেনটোরিয়ান
    • সেভেয়ার ডিমেনশিয়া
    • ট্রেইনরেক

Written by Sami Abdullah

পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ। স্কুল জীবনে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকেই কুইজিং এর হাতেখড়ি। নটর ডেম কলেজ এর এনডিসি গ্রিন এবং এনডিসি গোল্ড এর সদস্য ছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফিলিস্তিনের সশস্ত্র সংগ্রামীদের ইতিবৃত্ত

সাদ্দাম হোসেন, ইরাক ও মধ্যপ্রাচ্যের রাজনীতি