বিনোদন জগতে নিজের আসল নাম লুকিয়ে চলার প্রবণতা নতুন নয়। বি.জে. থমাসকে আমরা সবাই চিনি। কিন্তু বিলি জো থমাসের নাম শুনলে অনেকের কাছে অপরিচিত শোনাবে। নর্মা জিন থেকে শুরু করে আজকের ডেস্টিনি হোপ সাইরাসসহ অনেকেই পেশার খাতিরে নিজের নাম পরিবর্তন করে মেরিলিন মনরো আর মাইলি সাইরাসে পরিণত হয়েছেন। কারো কারো ক্ষেত্রে স্টেজের নাম এত বিখ্যাত যে তাঁদের আসল নাম শুনলে আমরা হয়তো বিশ্বাসই করতে চাইবো না। উপরের ছবিতে দেখা যাচ্ছে ইউ টু (U2) ব্যান্ডের বোনোকে, যার আসল নাম হলো পল ডেভিড হিউসন।
গানের দুনিয়ার বিখ্যাত কিছু মানুষের আসল নাম নিয়ে আমাদের আজকের কুইজ। ভয় পাওয়ার কিছু নেই অবশ্য। মানুষগুলো এতই বিখ্যাত যে ঝড়ে বক মরা খুব স্বাভাবিক!
তবে দেখে নিন প্রিয় শিল্পী সম্পর্কে আপনি আসলে কতটুকু জানেন।
স্টেজের নাম কুইজ স্কোরের ছবি কৃতজ্ঞতা
১. বোনো: পাবলিক ডোমেইন ইমেজ
২. বব মার্লে: Monosnaps/1980/Flickr/CC BY 2.0
৩. ডেভিড বোয়ি: Adam Bielawski/CC BY-SA 3.0