নর্স মিথলজি
নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক আর আইসল্যান্ড – এ পাঁচটি দেশকে একসাথে বলা হয় স্ক্যান্ডিনেভিয়া। এর প্রাচীন অধিবাসীরা পরিচিত নর্সমেন (Norsemen) হিসাবে। মধ্যযুগে স্ক্যান্ডিনেভিয়াতে খ্রিস্টান ধর্ম প্রবেশের আগে নর্সদের মধ্যে নিজস্ব ধর্ম প্রচলিত ছিলো। তবে সে ধর্মের কোন নাম ছিলো না। ঐতিহ্য হিসাবেই একে পালন করা হতো। নর্স মিথলজি ছিলো এ ধর্মের একটি অংশ।
জগৎ সম্বন্ধে নর্সদের ধারণা ছিলো খুব অদ্ভুত। তারা বিশ্বাস করতো যে সবকিছুর আদিতে আছে একটা বিশাল গাছ। ইগড্রাসিল (Yggdrasil) এর নাম। এ গাছ থেকেই নয় জগতের শুরু। একেক জগতে একেক ধরনের জাতি বাস করে। কোনটায় দেবতা, কোনটায় মানুষ, কোনটায় দৈত্য, বামন অথবা এলফরা। নর্স মিথলজি অনুযায়ী মানুষের বসবাস মিডগার্ডে (Midgard)।