মানব সভ্যতায় মুসলমানরা জ্ঞান-বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে একটা সময়। কুরআন ও হাদিসে জ্ঞান অর্জনের প্রতি বিশেষ গুরুত্ব দেয়ায় মুসলমানরা সে যুগে জ্ঞান সাধনাকে ধর্মীয় কর্তব্য বলে মনে করতো। তাঁরা কুরআনকে কেন্দ্র করে জ্ঞানের বহু শাখার সন্ধান পায়, আবার বিজিত অঞ্চলে প্রাচীন সভ্যতার জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সাথেও পরিচিত হয়। মধ্যযুগের নানা সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা গ্রিক, পারস্য ও ভারতীয় বিজ্ঞানকে অগ্রগতির শীর্ষে পৌঁছে দেয়। সেসময়কার কতিপয় বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ও তাঁদের অবদান নিয়ে কুইজার্ডসের বিশেষ এ কুইজ।
This quiz is made possible by the support of the American People through the United States Agency for International Development (USAID.) The contents of this quiz are the sole responsibility of the Quizards project and do not necessarily reflect the views of USAID or the United States Government.
অসাধারণ! এরকম কুইজ আরো চাই।