বিশ্বকাপের বল ইনফোগ্রাফিক
টেলস্টার
আয়োজন: ১৯৭০ বিশ্বকাপ, মেক্সিকো
– বিশ্বকাপে ব্যবহৃত প্রথম অফিসিয়াল বল, নামকরণ করা হয় কৃত্রিম উপগ্রহ টেলস্টারের নামে
ট্যাঙ্গো এস্পানা
আয়োজন: ১৯৮২ বিশ্বকাপ, স্পেন
– বিশ্বকাপে ব্যবহৃত সর্বশেষ চামড়ার তৈরি অফিসিয়াল বল
ট্রিকোলোরে
আয়োজন: ১৯৯৮ বিশ্বকাপ, ফ্রান্স
– বিশ্বকাপের প্রথম রঙিন বল, ফ্রান্সের জাতীয় পতাকার তিন রঙ ব্যবহার করে ডিজাইন করা হয়েছিল
ফিভারনোভা
আয়োজন: ২০০২ বিশ্বকাপ, জাপান – দক্ষিণ কোরিয়া
– এই বিশ্বকাপ বলটির বিশেষ বৈশিষ্ট্য ছিল এর ত্রিভুজাকৃতির ডিজাইন
টিমজিস্ট
আয়োজন: ২০০৬ বিশ্বকাপ, জার্মানি
– প্রতিটি ম্যাচের বলে প্রতিপক্ষ দুই দলের নাম লেখা থাকতো, ফাইনালে ব্যবহৃত হয় সোনালি রঙের টিমজিস্ট বার্লিন
জাবুলানি
আয়োজন: ২০১০ বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা
– আচমকা দিক পরিবর্তনের বৈশিষ্ট্যের কারণে বলটি জন্ম দেয় বিতর্কের, ফাইনালের বলটির নাম ছিল গোল্ড জ’বুলানি
ব্রাজুকা
আয়োজন: ২০১৪ বিশ্বকাপ, ব্রাজিল
– মোট ৬টি পলিইউরিথিন প্যানেলে তৈরি বলটির নামকরণ হয় ফুটবল ভক্তদের ভোটে
টেলস্টার ১৮
আয়োজন: ২০১৮ বিশ্বকাপ, রাশিয়া
– ১৯৭০ বিশ্বকাপের প্রথম টেলস্টার বলের আদলে তৈরি বলটিতে আছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন চিপ যা বলটির ক্রেতাকে বিশ্বকাপের যাবতীয় তথ্যের জানান দিবে