প্রশ্ন থাকবে একটি। সঠিক উত্তর দিতে পারলে একেবারে বাজিমাত করবেন। কিন্তু ভুল উত্তর দিলেই হবেন কুপোকাত। এ ফরম্যাট নিয়ে আমাদের নতুন কুইজ সিরিজ ‘হয় বাজিমাত, নয় কুপোকাত’। নভোচারী ইউজিন সারনান সিরিজের প্রথম পর্বের বিষয়। কুইজ শুরু করার আগে তাঁর সম্পর্কে কিছু জেনে নেয়া যাক।
এক নজরে ইউজিন সারনান
– বিখ্যাত হয়ে আছেন চাঁদে পা রাখা সর্বশেষ নভোচারী হিসাবে। তাঁকে নিয়ে The Last Man on the Moon নামের প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক মার্ক শেফার্ড।
– নৌবাহিনীর পাইলট হিসাবে ৫০০০ ঘণ্টারও বেশি ফ্লাইট পরিচালনা করেছেন। ১৯৬৩ সালে নাসা (NASA) তাঁকে নভোচারী হিসাবে নিয়োগ দেয়।
– ১৯৬৬ সালে প্রথম স্পেস ফ্লাইট সম্পন্ন করেন। জেমিনি ৯ মিশনে তিনি মহাকাশেও হেঁটে বেড়ান।
– ১৯৬৯ সালের অ্যাপোলো ১০ মিশনে ছিলেন লুনার মডিউল পাইলট হিসাবে।
– ১৯৭২ সালে সর্বশেষ অ্যাপোলো মিশনের নেতৃত্ব দেন। চাঁদের বুকে ২২ ঘণ্টা অবস্থান করে হ্যারিসন স্মিটের সাথে রেকর্ড গড়েন।
প্রশ্ন হলো –