আমরা সবাই টেনিস দেখতে পছন্দ করি। কথাটায় একটু ভুল রয়েছে আসলে। খেলাপ্রিয় সব মানুষের কাছে পছন্দের না হলেও অনেকের প্রিয় খেলার তালিকায় রয়েছে এটি।
অন্য সব খেলার মতো এ খেলাতেও আমাদের পছন্দের খেলোয়াড় নিয়ে বিতর্কের শেষ নেই। কে বেশি ভালো – ফেদেরার নাকি নাদাল? ম্যাকেনরো নাকি লেন্ডল? বিতর্ক থেকে গেলেও জমজমাট একটা ম্যাচের মতো আকর্ষণীয় আর উপভোগ্য ব্যাপার খুব কমই আছে টেনিসপ্রেমীদের কাছে।
মজার ব্যাপার হলো, ফ্রান্সের “The Tennis Court Oath” বা টেনিস কোর্ট শপথ নামের ঘটনার সাথে খেলাটির কোন যোগসূত্র নেই। ফরাসি বিপ্লব নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করেন, তাদের জন্য অবশ্য তথ্যটা নতুন নয়!
টেনিস কুইজ: স্কোরের ছবি কৃতজ্ঞতা
রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ: Yaan Caradec/Flickr
রজার ফেদেরার: Mike McCune/Flickr
					

					

One Comment