‘পতাকা দেখে যায় চেনা’ সিরিজের প্রথম ও দ্বিতীয় কুইজে আমরা মোট ২০টি পতাকা চিহ্নিত করেছি। তৃতীয় পর্বেও থাকছে ১০টি পতাকা। দেখে নেয়া যাক আপনি কতগুলো দেশের পতাকা চিনতে পারেন!
আপনারা যারা ফুটবলের বড় ভক্ত, তাদেরকে উপরের ছবির পতাকাটির সাথে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন নেই। বিশ্বকাপ ফুটবলের কল্যাণে অন্তত চার বছরে একবার হলেও জার্মানির পতাকা আমাদের চোখে পড়ে।
ছবিটি জার্মানির বার্লিনে অবস্থিত ইতিহাসবিখ্যাত রেইখস্টাগ ভবন থেকে তোলা। ১৯৯০ সালে দুই জার্মানি একত্রিত হবার পর থেকে এটি পার্লামেন্ট ভবন হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। অবশ্য এর অনেক আগে থেকেই এটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের স্বীকৃতি পেয়েছে।
১৮৯৪ সালে রেইখস্টাগ ভবন প্রথমবারের মতো চালু হয়। পরবর্তীতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হলে আংশিকভাবে মেরামত করা হয় ভবনটি। বর্তমানে এর যে আধুনিক রূপ দেখা যায়, তা বিখ্যাত ইংরেজ স্থপতি নরম্যান ফস্টারের কীর্তি।
যেহেতু এটি পতাকা বিষয়ক কুইজ, জার্মানির পতাকা সম্পর্কে একটা তথ্য দেয়া যাক। দেশটির পতাকায় যে তিনটি রং (কালো, লাল ও সোনালি) রয়েছে, সেগুলোর জনপ্রিয় ব্যবহার ১৮৪৮ সালে জার্মান বিপ্লবের সময় প্রথমবারের মতো দেখা যায়। তবে বর্তমান পতাকাটি আনুষ্ঠানিকভাবে মর্যাদা পায় ১৯৪৯ সালে।

GIPHY App Key not set. Please check settings
One Comment