in

মিউজিক্যাল ফিল্ম কুইজ: গানের ছবি, ছবির গান

Cultivating Curiosity - কুইজার্ডস (Quizards)

গান ও চলচ্চিত্র – এ দুইটার মধ্যে কোনটা বেশি পছন্দ করেন? একেকজনের জন্য উত্তরটা একেকরকম হবে। কিন্তু যদি প্রশ্ন করা হয় মিউজিক্যাল ফিল্ম সম্পর্কে, তাহলে আপনার উত্তরটা কী হতে পারে? আমরা যারা ঢালিউড-বলিউডের চলচ্চিত্র দেখি, তারা চলচ্চিত্রের ভেতর গানের উপস্থিতির ব্যাপারে অভ্যস্ত। তাই নায়কের সাথে নায়িকার প্রথম সাক্ষাতে হুট করে হাওয়ার মধ্য থেকে একদল সখীর হৈ-হৈ গানের সাথে ক্যামেরা কাঁপানো আগমন বিচিত্র কিছু নয় আমাদের কাছে!

হলিউড বা পশ্চিমা চলচ্চিত্রগুলোতে অবাস্তব সখা-সখীদের বিনোদনমূলক অত্যাচার দেখা না গেলেও মিউজিক্যাল ফিল্মে অভিনেতা-অভিনেত্রীর মুখে গান শোনা যায়। মাঝে মাঝে নাচও যুক্ত হয় এর সাথে। এমন চলচ্চিত্রের আবেদন কোন অংশে কম নয় দর্শকদের কাছে। তবে জনপ্রিয়তা আর চলচ্চিত্রের মান সবসময় সমার্থক নয়। Frozen ছবির Let It Go গানের জনপ্রিয়তা বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে হয়তো বেশি। কিন্তু যারা মিউজিক্যালের খোঁজখবর ভালো রাখেন, তারা প্রায় সবাই চোখ বন্ধ করে The Sound of Music চলচ্চিত্রকেই বেছে নেবেন। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া জুলি অ্যান্ড্রিউস অভিনীত এ ছবিটি ২০১৫ সালে পা রেখেছে ৫০ বছরে।

সমালোচক ও দর্শকদের মন কেড়ে নেয়া The Sound of Music চলচ্চিত্রের স্বর্ণজয়ন্তী উপলক্ষে মিউজিক্যাল ফিল্ম নিয়ে থাকছে আমাদের এবারের কুইজ।

দুঃখিত! এ কুইজটি আপাতত বন্ধ রাখা হয়েছে। আপডেট করার পর কুইজটি আবারো খেলতে পারবেন।

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by Marzuka Tartil Esha

পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কুইজিংয়ের শুরু ওয়াই ডব্লিউ সি এ হায়ার সেকেন্ডারিতে। গান, গল্পের বই আর অ্যানিমে ছাড়া আমার জীবনে খুব বেশি কিছু নেই। আর জীবনের লক্ষ্য একটাই — শিক্ষকতা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মুঘল সাম্রাজ্য কুইজ - কুইজার্ডস

মুঘল সাম্রাজ্য কুইজ: প্রথম পর্ব

শেকসপিয়ার - কুইজার্ডস

শেকসপিয়ার: অ্যাভনের কবি